ছোট গল্পঃ বেলা শেষে (২য় পর্ব)
ছেলেটা খুব যে ক্লাসে আসে তাও না। মাঝে মাঝেই লাপাত্তা। আবার একদিন আসে। এসে পিছনে চুপচাপ বসে থাকে। এর মাঝে ফাহিমর অনেক বন্ধু হয়েছে তানিয়া খেয়াল করে। বন্ধুদের সাথে ভালই সময় কাটায়।
একদিন ক্লাস শেষে ফাহিম হাই বেঞ্চিতে বসেছিল। তানিয়া বাইরে বেরুচ্ছিল। ফাহিমকে দেখে দাঁড়াল।
কিরে বাইরে যাবি না?
না যাব না।
যাবি না কেন?
আমার খুব ক্ষিধা লেগেছে। কিন্তু পকেটে একটা টাকাও নেই। বাইরে গেলেই খেতে মন চাইবে। তাই আজ বাইরে বেরুব না। অবশ্য তুই যদি ব্যবস্থা করিস আমি রাজি আছি। ফাহিম বলে।
তানিয়া হেসে দিল। তুই একটা গাধা। টাকা নাই বলে তোকে কি খাওয়ানোর মত এমন কেউ নেই? তোর বন্ধুরা? ঠিক আছে আমি আজকে খাওয়াব। চল তাহলে ক্যান্টিনের দিকে।
ফাহিম নামতে গেলো।
তানিয়া ফাহিমকে থামিয়ে দিয়ে বলল-তোর সাথে আমার একটু কথা আছে। শুনবি?
আজকে যেহেতু তুই খাওয়াবি তাই সব শুনব। বলে ফেল।
ফাহিম তোকে আমার ভাল লাগে-তানিয়া সরাসরিই বলে ফেলল।
ধুর গাধী। ভাল লাগার কথা বলতে হয় না। তাহলে বন্ধুত্ব বেশী স্থায়ী হয় না। বন্ধুত্বে ভাল লাগা বলে ফেলাটা হচ্ছে দুর্বলতা।
না তোকে এর চেয়ে বেশি ভাল লাগে। যেটা বলে ফেলতে হয়।
থাম থাম-এই তানিয়া কি বলিস এসব। তোকে তো এমন মনে হয় না। তুই কাউকে ভালবাসার কথা বলবি!! তোকেইতো কত ছেলে ভালবাসে। তোর কাছে যাওয়ার চেষ্টা করে। আর আমিতো সবার কাছে নস্যি। আর তুই জানিস না, তোকে কখনো বলিনি। আমার রুমমেট ডালিম ভাই-চিনিসতো?-আরে ছাত্রনেতা ডালিম ভাই। যিনি আমাকে খুব পছন্দ করেন। তিনি আমার কাছে প্রায়ই তোর কথা জিজ্ঞেস করেন। বুঝতে পারি তিনি তোকে পছন্দ করেন। আরো কত কত আছে-কার নাম রেখে কারটা বলব।
তানিয়া একটু রাগ করে যেন। তুই কি আমার কথাটা সিরিয়াসলি নেসনি!! তুই আমাকে এতো কথা শুনাচ্ছিস কেন!
দেখ তানিয়া আমাদের রাসেলও তোকে পছন্দ করে। রাসেলের সাথেতো তোর ভাল বন্ধুত্ব। সে আমাদের বন্ধু। সে যে কোন একদিন বলতে পারে তোকে। বন্ধু হয়ে কেমন করে পারি?
তুই চুপ কর-বেশি কথা বলবি না। এড়িয়েও যাবি না। এখনি তোকে কিছু বলতে হবে না। আমি বাসায় যেয়ে নেই তোকে ফোন দিব।
বলতে বলতেই রাসেলের ডাক।
কিরে তানিয়া তুই কই। তোকে খুঁজে খুঁজে হয়রান আমি। আরে ফাহিম কি করিস তোরা।
তুই ফোন দিতি?-তানিয়া বলে।
তেমন কিছুই না রাসেল-ফাহিম বলে।
তাইলে চল ক্যান্টিনে যাই।
না আমি যাব নারে-ফাহিম বলে।
যাবি না মানে-তুই না আমার কাছে খেতে চাইলি-তানিয়া বলে।
আচ্ছা ঠিকাছে চল।
পাঁচঃ
বিকেলে ফাহিম রুমে ফিরে বিছানায় গা এলিয়ে দিল।
তানিয়ার বলা কথাগুলো ভাবছে। তানিয়াকে ওর চোখে পরেনি তা নয়। কার না পরবে!
ভালও লাগে। কিন্তু কখনো আগ বাড়িয়ে বলার মতো ছেলে সে নয়।
কিন্তু তানিয়াকে ফিরিয়ে দেবে কেমন করে। তানিয়া এমন একজন যাকে ফিরাতে নেই। তানিয়ারা ধরা দেয় না সহজে।
ভাবতে ভাবতেই তানিয়ার ফোন এলো।
এই গাধা কি ভাবলি।
তোকে কিছু কথা মনে রাখতে হবে। ক্যাম্পাসে জানানো যাবে না আপাততঃ, ঘুরতে হলে বাইরে যাব, দেখা করব বাইরে, খেতে যাব বাইরে, ক্যাম্পাসে শুধু বন্ধু আমরা। এক নিশ্বাসে বলে থামল ফাহিম।
তানিয়া কিছুক্ষন চোখ বন্ধ করে ছিল। মনে হয় স্বপ্নের জগতে আছে। ফাহিমের ডাকে সম্বিত ফিরে পেলো যেন। না হেসে পারল না। গাধা শর্ত দিয়ে ভালবাসা হয় না। তারপরও আমি রাজী।
এবার শোন তোর কোন জিনিসটা আমার সব থেকে বেশি ভাল লেগেছে-তানিয়া বলতে চায়।
কি এমন গোপন রহস্য!
তোর নেতৃত্ব গুন। সবার থাকে না। এইটা ধরে রাখিস।
হা হা হা হা-ধুর পাগলী। যাক বাদ দে। নিজের প্রশংসা শুনতে ভাল লাগছে না। তোকেতো প্রশংসা করতে শুরু করলে শেষ করতে পারবনা। তাই বেশি কিছু বলছি না।
থাক বেশি বলতে হবে না। মনে রাখিস আমি এগিয়েছি-তুই না গাধা। এটার দাম দিতে হবে একদিন।
ছোট গল্পঃ বেলা শেষে (১ম পর্ব)
আসছে শেষ পর্ব......
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন