somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাভ ইন সিঙ্গাপুর ও সিলেটি বাস্তবতা! এক পিকুলিয়ার মানুষ, পর্ব-২৮ (রোমাঞ্চকর কাহিনী)

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ এক বিপুল সম্ভাবনার দেশ। এই দেশের প্রাকৃতিক সম্পদের সমাহার দেখে কবি এভাবে লিখেছেন, ‘এই দেশেতে হাঁটতে গেলে, দলতে হয়রে দূর্বা-কমল’। অর্থাৎ বাংলাদেশের বুকে মানুষ রাস্তা-ঘাটে-মাঠে চলতে গেলে দূর্বা ঘাষের মত দামী মশৃণ ঘাস দলিয়ে মতিয়ে হাটতে হয়। ইবনে বতুতা বাংলার সম্পদ আর সৌন্দর্য দেখে লিখেছিলেন, ‘এই জনপদ সম্পদে ভরা এক দোযখ’! সিলেটের এক অভাবী কৃষক বাদশা মিয়া; কারিগরি প্রশিক্ষণ নিয়ে, হাওড় এলাকায় মাত্র পঞ্চাশটি হাঁসের বাচ্চাকে পূঁজি করে, খামার চালু করে নিজের জীবনের মোড় ঘুড়িয়ে ফেলেছিলেন! সেই খবর যে একদা বাংলাদেশের একটি সেরা খবর হবে, তা তিনি জানতেন না। গরীব বাদশা মিয়াকে রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণ পদক পুরষ্কার দিয়ে শুধু দেশ বাসীর কাছে পরিচিতি করে তুলেন নি বরং তাঁকে মুকুট বিহীন বাদশা উপাধি দিয়ে বিটিভিতে প্রচার করা হয়েছে, এই সম্মানের গরীব বাদশা মিয়া কস্মিনকালেও চিন্তা করেন নি!

বাদশা মিয়ার আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি একদা আমাকে আলোড়িত করেছিল। আমি ভেবেছিলাম বাদশা মিয়া অভাবী ও ভু-সম্পত্তি হীন একজন গরীব কৃষক। আমি অভাবী, গরীব, ভু-সম্পত্তি হীন মানুষ নই। বাদশা মিয়ার মত ব্যক্তি যদি পারে, তাহলে আমাকেও পারতে হবে। আমি দেশের জন্য তার মত দৃষ্টান্ত স্থাপন করব। যাতে বেকার জনগোষ্ঠী আমার কাজ দেখে উৎসাহিত হয় এবং আমাকে সাধুবাদ জানায়!

বাংলাদেশের মানুষ আসলেই অদ্ভুত চরিত্রের অধিকারী! পৃথিবীর বিভিন্ন জাতীর মানুষের সাথে মেলা মেশা করলে যে কেউ বুঝতে পারবে যে, আমাদের চরিত্রের কারণেই আমরা অভাবী ও গরীব। কেননা মহামান্য বাদশা মিয়ার মত সম্মান আমার কপালে জুটে নাই বরং এক তিক্ত ও বেদনা দায়ক অভিজ্ঞতা নিয়ে আমি নতুন ভাবে ‘গরু বেপারী’ হিসেবে পরিচিত হয়ে গেলাম! সে কথায় পরে আসব।

টিলাগড়! সিলেটের একটি গুরুত্বপূর্ণ এলাকা! এম, সি কলেজ ও সিলেট সরকারী ডেইরী ফার্ম এই এলাকাতে প্রতিষ্ঠিত। তখন টিলাগড়, শিবগঞ্জ, মিরা বাজারের আশে পাশের এলাকা গুলো দেখতে একটি গ্রামের মত ছিল। টিলাগড়ের পাহাড়ের পাদদেশে, সরকারী অনুদানে যুব প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে উঠেছিল। সারা দেশের প্রতিটি থানা থেকে, আগ্রহী দুই জন যুবককে সরকারী খরচে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এলাকায় গিয়ে, এলাকার সুবিধা অনুযায়ী সরকারী কর্মকর্তার পরামর্শে বাণিজ্যিক খামার গড়ে তুলবে অথবা স্বাবলম্বী হবে। এসব আগ্রহী যুবকদের কৃষি ব্যাংক ঋণ দিতে বাধ্য থাকিবে। মূলত এটা সরকারের একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ এবং যুব প্রশিক্ষণের ধারনাটিও তখনকার জন্য নতুন! ঘটনা চক্রে আমি সরকারী কার্যক্রমের প্রথম দিকেই বাছাই হয়েছিলাম। কেননা জেলা পর্যায়ের কর্মকর্তারা আমার বাবাকে জানতেন এবং আমার জন্য পরিবেশ বদলানো দরকার হয়ে পড়েছিল। তাছাড়া স্বল্প সময়ে, যে কোন ধরনের একটি খামার প্রতিষ্ঠার জন্য পৈত্রিক ভাবে আমাদের সবকিছুই ছিল।

সিলেটের জীবনটা আমাকে বদলিয়ে দিতে থাকে। ভবিষ্যতে একটি সুন্দর স্বপ্ন বাস্তবায়নে আমি নিজের কাছে একটি সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম। বাদশা মিয়ার দ্বারা আমি যথেষ্ট প্রভাবিত হয়েছিলাম। তাই প্রশিক্ষণ কালের প্রতিটি থিউরি ও প্যাকটিক্যাল ক্লাস আমি খুব মনোযোগের সাথে পড়তাম। উল্লেখ্য তখন বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে খামার গড়ে উঠেনি। রাষ্ট্রীয় ভাবে ঢাকা ও সিলেট একটি করে গরু খামার এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একটি মুরগী খামার ছিল। সিলেটে হাঁসের খামার ছিল। উন্নত জাতের গরুর বীর্য সংগ্রহ করার কেন্দ্রটি তখন সিলেটের খাদিম নগরেই ছিল। তাই বাস্তব প্রশিক্ষণের জন্য আমাকে সুদূর চট্টগ্রাম থেকে সিলেটে যেতে হয়েছিল। ঢাকাতেও এই প্রোগামের সুযোগ ছিল কিন্তু ইবনে বতুতা ও শাহ জালাল (রঃ) এর কিছু কাহিনীর কারণে সিলেট আগে থেকেই আমার নিকট কেন জানি প্রিয় হয়ে উঠেছিল।

বর্তমান সময়ের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানিনা, বর্তমানের প্রশিক্ষণে কি শিখানো হয় সে ধারনাও নাই। তবে আমাদের কে আন্তরিকতার সহিত, মুরগী ও হাঁস চাষ পদ্ধতির শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুই হাতে কলমে শিখানো হয়েছে। ইনকিউবেটরে তথা ডিম ফুটানো মেশিনে মুরগীর বাচ্চা বের করা থেকে শুরু করে, খাদ্য তৈরি, খাদ্যের মান সৃষ্টি করণ, গোশতের জন্য মুরগী সৃষ্টি, ডিমের জন্য মুরগী বাছাই, চিকিৎসা, ঔষধ, ইনজেকশন ও ছোটখাটো অপারেশন শিখানো হয়। বিস্তারিত শিখানোর কারণও ছিল কেননা এসব শিক্ষার্থী যখন এলাকায় ফিরে যাবে, সেখানে কারো সহযোগিতা পাওয়া যাবেনা বরং এ সব প্রশিক্ষণার্থীই এলাকার মানুষ কে শিক্ষা দিবে। এসবের কোন বই পত্র ও ছিলনা, তাই প্রতিদিন স্যারেরা লিখতে থাকতেন আর সন্ধ্যার মধ্যেই সাইক্লোস্টাইল মেশিনে পরবর্তী পাঠ ছাপা হয়ে যেত।

আধুনিক উপায়ে গরু পালনের উপর আরো বিস্তারিত প্রশিক্ষণ আমাকে অনেক অভিজ্ঞ করেছিল। দুধের জন্য খামার তৈরি হলে সেটাকে ডেইরী ফার্ম আর গোশতের জন্য খামারকে ইংরেজিতে ক্যাটেল ফার্ম বলে। এখানে সকল বিষয় গুলোই পড়ানো হয়েছিল। কৃত্রিম উপায়ে গরুর প্রজনন ও বীর্য সংরক্ষণ। দুগ্ধবতী গাভীর পরিচর্যা এবং দুধ বাড়ানোর উপায়। গরু মোটা তাজা করন। একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নিজ উদ্যোগে ভাল জাতের গরু সৃষ্টি। সর্বোপরি বাংলাদেশে দেখা যায় এমন রোগ সম্পর্কে বিস্তারিত চিকিৎসা।

উল্লেখ্য বাংলাদেশে তখন রোগের মধ্যে সর্বসাকুল্যে গরুর ছয়টি, মুরগীর চারটি, ছাগলের দুটি রোগ, হাঁসের কোন রোগই ছিল না। নিয়মিত এসব রোগের টিকা দিলে প্রতিকার পাওয়া যায়। আমাদের ঘরেও দুই জন রাখাল ছেলে অনেক গুলো গরুর তত্ত্বাবধায়ক ছিল। আমাদের গরুতে হওয়া, এসব রোগ গুলোর সাথে আমি বাল্যকাল থেকেই পরিচিত ছিলাম। ফলে গরুর রোগ ব্যাধি চেনা ও যথাযথ চিকিৎসা প্রদান এবং ইনজেকশন প্রয়োগ পদ্ধতির দক্ষতায় আমি খুবই পটু ছিলাম। মাত্র পাঁচ সেকেন্ড সময়ে, খোলা-মেলা পরিবেশে দাঁড়ানো অবস্থায় গরু-মহিষের শরীরে ইনজেকশন ঢুকিয়ে দেবার দক্ষতা আমার ভালই আছে। গরু লাফ দেবার আগেই ইনজেকশন শেষ হয়ে যায়।

হাতে কলমে প্রশিক্ষণ নিতে, গরুর সন্ধানে গ্রামে গ্রামে ঘুরতে হত। এম, সি কলেজের পূর্ব প্রান্ত থেকে শুরু করে খাদিম নগরের দুপাশ ধরে শাহপরান (র) মাজার পর্যন্ত সবই গ্রাম ছিল। স্যারদের সাথে করে এসব গ্রামের গরু-ছাগলের চিকিৎসা প্রায় বিনা টাকায় চলত! ‘জীবে সেবা করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর’ কথাটি মনে রেখে পরবর্তীতে গৃহপালিত অন্য প্রাণী যেমন, ঘোড়া, কুকুর-বিড়ালের রোগ ব্যাধি সম্পর্কেও যথাযথ জ্ঞান অর্জন করেছিলাম। তবে বিড়াল, কুকুর, ঘোড়ার বিদ্যা কোনদিন কাজে আসেনি।

আমার বাবা খুবই চমৎকার প্রকৃতির ব্যতিক্রম ধর্মী ব্যক্তি ছিলেন। তিনি আমাকে দিয়ে সব কাজ করাতেন এমন কি, লেখাপড়ার ফাঁকে ফাঁকে নতুন কোন কাজ শিখার সুযোগ আসলে, তিনি টাকা খরচ করেই সেটা আমাকে শিখিয়ে দিতেন। সে ধরনের কিছু নান্দনিক কাজের উৎসাহ ব্যঞ্জক ঘটনা সামনের পর্বগুলোতে থাকবে। বর্তমান সময়ের ছেলেমেয়েরা কোন কাজ করতে পারেনা। কোন মেয়ে লেখাপড়ায় ভাল হলে, তাকে দিয়ে তো অনেক মা গ্লাসে পানি ভরার কাজটুকু করায় না! এতে করে তারা একটি অসাড় জীবে পরিণত হয়, বিপদের দিনে তারা নিজের উপকারও নিজে করতে পারেনা। আবুধাবিতে আমার পরিচিত ধনী ব্যক্তির সন্তান পড়ে কানাডিয়ান স্কুলে। আমার ছেলের স্কুলের চেয়ে দশগুণ বেশী ‘ফি’! ছেলেরা পুরা দিন স্কুলে থাকে! বরাবর কৌতূহল ছিল, কি পড়ায় স্কুলে? পরে খোঁজ নিয়ে দেখলাম, স্কুল কর্তৃপক্ষ একিটিভিটিসের নাম করে, বাচ্চাদের বিভিন্ন কাজ শেখায়। পারিবারিক ও ব্যবহারিক হেন কাজ বাকী থাকেনা যেগুলোর সেখানে শিখানো হয়না! রবি ঠাকুরের দুই বিঘা জমির সেই কথা মনে পড়ে যায়, ‘মনে মনে হাসি, আঁখি জলে ভাসি…….চরণ গুলো! সন্তানকে নিজের ঘরে কাজ না করাইয়া আতুর বানায় আবার বাৎসরিক বিশ লক্ষ টাকা মাইনা দিয়ে ব্যবহারিক কাজ শেখায়! উন্নত দেশের গুরুত্বপূর্ণ বিদ্যা শিখানোর কি এক অদ্ভুত পদ্ধতি!

যাক, আমি বলছিলাম খামারের অভিজ্ঞতার কথা। স্বল্প সময়ে গরুকে মোটা তাজা করতে বাস্তব সম্মত কিছু কারিগরি জ্ঞান আমাকে দেওয়া হল। শুকনো খড়কে প্রক্রিয়াজাত করণের নাম হল, ইউরিয়া প্রসেস আর কাঁচা ঘাসকে প্রক্রিয়াজাত করণের নাম হল সাইলেজ প্রক্রিয়া। এগুলো আমি নিজ হাতে শ্রম দিয়ে শিখে নিয়েছিলাম। আমার প্রথম লক্ষ্য ছিল লেখাপড়ার পাশাপাশি আমাদের খামার বাড়ীতে গরু মোটা তাজা করণের একটি প্রকল্প হাতে নিব। সাথে থাকবে ছাগলের খামার। পরে আস্তে আস্তে সেরা জাতের বাছুর জোগাড় করে, দুগ্ধ খামার প্রতিষ্ঠা ও কাল জাতের ছাগল জোগাড় করে ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের চাষ করব। কাল বর্ণের ছাগলের দুধ মজা, গোশত মজা, তাদের গোশতে কোন ঘ্রাণ থাকেনা, তাই সারা দুনিয়ায় এই ছাগলটির খুবই কদর! ১৯৮২ সালের দিকে চট্টগ্রাম সহ দেশের কোথাও কোন খামার গড়ে উঠেছে বলে শুনতে পাইনি!

বাংলাদেশে ‘মে এন্ড বেকার ও ফাইজার’ কোম্পানি গবাদি পশুর ঔষধ তৈরি করত। এসব ঔষধ খোলা কিংবা কম সংখ্যায় পাওয়া যেত না। কমপক্ষে একশত গরু ছাগলের ঔষধ নিতে হত। এক লিটার ওজনের ইনজেকশনের কিছু বোতলে কমপক্ষে দুই থেকে চারশত শত গরুর ঔষধ থাকত। জার্মানির এসব কোম্পানির ঔষধের ব্যবহার বিধি সবাই জানত না। ঔষধের ব্যবহার জানলেও রোগ সম্পর্কে ধারনা থাকত না। তাই ঔষধও বিক্রি হত না, সময়ের প্রয়োজনে কাজেও আসত না। এসব কোম্পানিও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিল তাছাড়া এই বিষয়টিতে সরকারের আন্তরিকতার কোন ঘাটতি ছিলনা।

এই প্রশিক্ষণটি আমাকে যথেষ্ট প্রেরণা দিয়েছিল। মনে প্রাণে ভাবতাম আমি একটি বড় খামারের মালিক হব। আমি এমন একটি কাজ শুরু করব, যা দেখে আমার সহপাঠী সকল বন্ধু বান্ধব আমাকে উৎসাহ দেবে এবং তারা নিজেরাও সে কাজটি করতে চাইবে। এই কাজটি করার জন্য, আর্থিক সাহায্য ব্যতীত সকল প্রকারের সুযোগ আমার কাছেই আছে। শুধুমাত্র আমার প্রচেষ্টাই যথেষ্ট ছিল।

চট্টগ্রাম শহর থেকে রেলে করে সিলেটে পৌছতে তের ঘণ্টা লাগত। এই লম্বা ভ্রমণে যাত্রীরা বই পড়তেন। আমিও এই সুযোগটাকে বরাবর কাজে লাগাতাম। বইয়ের অভাবে পাশে বসা এক ভদ্রলোকের সাথে থাকা পত্রিকার কোন এক পুরানা সংখ্যার ভল্যুম দেখলাম। তাঁকে অনুরোধ করে সেই যাত্রায় বইটি পড়ার অনুমতি নিলাম। সেই পত্রিকার সাহিত্য অংশে একটি বিদেশী গ্রন্থ পড়ে আমি এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম যে, এখনও সেই প্রেরণা হারাই নি। বইটি ছিল Knut Hamsun এর Growth of the Soil বাংলায় অর্থ দাড়ায় ‘মাটির জন্ম’। এই বইটি আমাকে এতটুকু নাড়া দেয় যে, মানুষ যত বাজে মন্তব্যই করুক না কেন, কোন কাজ করতে আমি লজ্জা বোধ করতাম না। আমার জীবনের কয়েকটি সেরা বইয়ের মাঝে এটি অন্যতম। আরো পরে জানতে পারলাম, দুনিয়া সেরা সাহিত্য হিসেবে বিবেচিত হয়ে, ‘মাটির জন্ম’ বইটি ১৯২০ সালেই নোবেল পুরষ্কার পায়।

দীর্ঘ দিনের প্রশিক্ষণ শেষে আমি যখন বাড়ীর উদ্দেশে রওয়ানা হই, তখন আমার বুকে নতুন দিনের সুন্দর আশা আর প্রত্যাশা দোল খাচ্ছিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম, যত বড় ঝড়, বাদল, বাধা আসুক না কেন, কোন ভাবেই দমিয়ে না যাওয়াই হবে সামনের জীবনের মুল ভিত্তি। আমাকে তারপরও অবিরত লড়তে হয়েছে, লড়াই করতে অভ্যস্ত হয়েছি এবং জীবনের বাঁকে বাঁকে রূঢ় বাস্তবতাকে দৃঢ়ভাবে উপলব্ধি করতে শিখেছি।

অনেক কথাই বলা হয়েছে, তবে সিলেটের প্রশিক্ষণ জীবনও ছিল অম্ল-মধুর কষ্টের ও তিক্তের।

সিলেট শহরে এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে অনুরোধ রক্ষা করতে গিয়ে চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়েছিলাম। তারা এই গান শুনে এতটাই পুলকিত হয়েছিল যে, আমার নাম ছড়িয়ে পড়েছিল, ফলে আমাকে প্রতি সপ্তাহে কোন না কোন অনুষ্ঠানে এভাবে চট্টগ্রামের আঞ্চলিক গান গাইতে হত। চট্টগ্রামের আঞ্চলিক গান গুলো খুবই আবেদন ময়ী এবং আকর্ষণীয় সুরে বাঁধানো। যদি কেউ অর্থ বুঝে তাহলে, এই গান পছন্দ করবেই। নজরুল সংগীত গাইতাম, জীবনের এই বাঁকে এসে গানের একটি কলিও গাইতে পারি না। তখন বিবেক বাধা দেয় এই বলে যে, এই গাওয়ায় আত্মার কি উপকার হল!

এক শুক্রবার ছুটির বিকেলে, আট বন্ধু মিলে শহরে হাঁটতে বের হয়েছি। পেটে খিদে কিন্তু একাকী কিভাবে খাই! সবাইকে খাওয়াব, ছাত্র জীবনে সেই তৌফিকও ছিলনা। ফুটপাথ দিয়ে চলার সময় দেখলাম, সামনে বিরাট জটলা। মনে হল নতুন দোকান উদ্ভোদ্বন হচ্ছে, তাই মিষ্টি সংগ্রহ করার জন্যই মানুষের জটলা বেড়েছে। জটলা এড়াতে সবাই রাস্তায় নেমে এলাম। দেখলাম মাথার উপরে নাস্তার ঢালা সমেত এক ব্যক্তি দোকান থেকে বের হয়ে রাস্তার দিকে আসছেন। মানুষের ভিড়ে তিনি রাস্তার কিনারা দেখতে পাচ্ছেন না। তিনি যখন রাস্তার কিনার বরাবর আসলেন, তখন আমরা নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ব্যক্তিটি টাল সামলাতে না পেরে, পড়ে যাচ্ছিলেন। ফলে মাথার উপরে রক্ষিত ঢালার নাস্তার প্যাকেট গুলো আমার মাথা বরাবর পড়তে লাগল। পড়নে ছিল পাঞ্জাবী! শাড়ীর আঁচল ধরার মত করে, পাঞ্জাবীর সামনের অংশটি মেলে ধরলাম! টপাটপ সেখানে নাস্তার প্যাকেট পড়তে রইল! পিছনের বন্ধুরা আমার পাঞ্জাবীর পিছনের অংশও সেভাবে মেলে ধরলেন। সেখানেও প্যাকেট পড়তে রইল! একটু পরেই পিছনের বন্ধুরাই বলল, যথেষ্ট হয়েছে এখন ভাগ। জন প্রতি দুই প্যাকেট হবার পরও আরো প্যাকেট বেঁচে রইল। আচানক এভাবে অপ্রত্যাশিত নাস্তা অবতরণ হবার বিরল ঘটনা আমাকে এখনও পুলকিত করে!

লাভ ইন সিঙ্গাপুর! ছায়াছবিটি ঐ সময়ের সকল যুবকের মনে-প্রাণে দোলা দিয়ে যায়। ডিজিটাল যুগের এই সময় তো প্রায় প্রতিটি ঘরই সিনেমা হল বনে গেছে। তখন কার দিনে, সিনেমা দেখতে লজ্জা-শরম বাধা হয়ে দাঁড়াত। বন্ধুরা বলল চুরি করে দেখতে যাবে। এই ছবি সারাদেশে খুবই হিট করল! কেননা বাংলাদেশে এই ছবিটি নতুন সহযোজন, যার শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই রঙ্গিন! তাছাড়া সিঙ্গাপুরের মত আধুনিক একটা দেশে এটা চিত্রায়িত হয়েছে। রঙ্গিন চিত্রে বিদেশ দেখা হবে, এই চেতনায় সবাই অধীর। আমিও নিম রাজির মত আছি, সুযোগ করতে পারলে ছবি দেখব। কেননা হোস্টেলে আমাদের খানা দেওয়া হয় সন্ধ্যা সাড়ে সাত টায়। ছবির সময় হল ছয় থকে নয়টা। আমাদেরই বন্ধু একজন বাবুর্চিকে ম্যানেজ করল। বাবুর্চি প্রতিশ্রুতি দিলেন যে, আমাদের জন্য খাদ্য রেখে দিবেন, তবে রাত দশটার আগেই খেয়ে ফেলতে হবে।

শীতের মৌসুম! টিলাগড়ের পাহাড়ের পাদদেশে এই স্থানে ভয়ানক শীত। পুরা দিনেও ঠাণ্ডা থামে না, কোন জায়গায় রাতের কুয়াসা সন্ধ্যা অবধি শুকায় না। ঘাসে বসতে গেলে জোকে ধরে। হোস্টেলের পাশে খুবই স্বচ্ছ পানির একটি পুকুর আছে, ঠাণ্ডার ভয়ে নামা যায়না। পরিষ্কার পানিতে নানাবিধ পানিজাত প্রাণীর নড়াচড়া দেখা যায়। সকাল থেকেই বিদ্যুৎ নাই, তাই পানির ট্যাংকে পানি নাই। উপায় না পেয়ে বাবুর্চি সেই পুকুরে আলু, ডাল, সবজি ধুচ্ছেন। বিকালে সিনেমা দেখতে যাবার সময় বাবুর্চিকে আবারো মনে করিয়ে দেওয়া হল, আমরা ‘লাভ ইন সিঙ্গাপুর’ দেখতে যাচ্ছি।

হন্ত দন্ত হয়ে রাত সাড়ে ন’টায় হোস্টেলে পৌছাই এবং জলদি ক্যান্টিনে বসে যাই। প্রতিটি ব্যক্তির জন্যই আলাদা করে বাটি বানিয়ে গুছিয়ে রেখেছে বাবুর্চি। যথারিতী খাওয়া শুরু হল, ভাবছি ভাগ্যিস আজ ডিম নাই! গত মাসের প্রথম শুক্রবারে সিন্ধ ডিমে কামড় বসাতে গিয়ে, ডিমের ভিতরে সেদ্ধ হয়ে যাওয়া মুরগীর বাচ্চার নরম হাঁড় দাতে আটকা পড়েছিল। ঘেন্নায় শরীর রি রি করে উঠেছিল! সেই থেকে ডিম ছেড়েছি। আজ মাছ-সবজি আর ডাল। ডালের মাঝে পোড়া রসুনের কোয়া গুলো খুবই স্বাদ লাগে। যারা শেষে খায়, তাদের পাতে এই রসুন পোড়া বেশী পরিমাণে থাকে। আজকে পরিমাণটা আরো বেশী কিন্তু পরিবেশিত রসুনে কোন ঘ্রাণ নাই! কৌতূহলী একজন গভীর মনোনিবেশের সাথে রসুনের টুকরা গুলো পরীক্ষা করল! পরীক্ষা শেষে তিনি এতটুকু বলেই মাটিতে বসে পড়লেন, হায় হায় এগুলো তো রসুন নয়, সব চায়না জোঁক। মুহূর্তে সবাই তড়াত করে লাফিয়ে উঠল এবং সম্মিলিত ভাবে সকলেই বমি উৎসবে মেতে উঠল! তাদের একজন কোন মতে বললেন, হোস্টেলের পুকুর থেকে সবজি ধোয়ার সময় সকল জোঁক এক সাথে তরকারীতে…… ওয়ার্ক! ……ওয়ার্ক!!..........
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

এখানে সেরা ইগো কার?

লিখেছেন শূন্য সারমর্ম, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪






ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন

এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪


আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন

×