ঈদ ভাল কাটে নাই তাই মন খারাপ । কিন্তু ঈদ এর আনন্দ নিয়ে বসে থাকলে আর চলবেনা আবার পড়া লেখা শুরু করতে হবে...। সামনেই ভর্তি পরীক্ষা । সব সাবজেক্ট এ ভাল প্রস্তুতি থাকলেও math নিয়ে একটু চিন্তায় আছি । জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য আলাদাভাবে math করা লাগে...। বাজারে তো বইয়ের অভাব নেই কিন্তু কোনটা রেখে কোনটা ফলো করবো বুঝতে পারছিনা। আর এই দুই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে math এ ভাল করতেই হবে । তাই জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা একটু হেল্পান প্লীজ। ও আর একটা কথা ভর্তি পরীক্ষার সময় কি সাইন্টিফিক ক্যাল্কুলেটর ব্যবহার করা যাবে ?????????????????? মডু ভাই পোস্ট
টা নির্বাচিত পাতায় দিয়ে দেন যাতে একটু হেল্প পাই......।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৭