আগেই বলে রাখি, বেশ পুরোনো গেম এটা। যারা আগের "ইভল ডেড" গেমটা খেলেছেন, তাদেরকে আগেই বলে রাখা ভালো, "ইভল ডেড রিজেনারেশন" গেমটা সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা।
"ইভল ডেড" মুভিটা দেখেননি, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। মুভিটার মতোই এই গেমে একসাথে একশান, ভায়োলেন্স, হরর এবং ফান-এই সবকিছুরই মজা পাওয়া যাবে।
গেমের মূল থিম হলো, এ্যাশ(মূল চরিত্র), তার অর্ধজম্বি বন্ধু স্যামকে সাথে নিয়ে এ পৃথিবীকে রক্ষা করবে ডা: রেইনহার্ড এবং তার বিশাল জম্বীদলের হাত থেকে। শ্যালি বোলিন নামের একজনকেও রক্ষা করতে হবে, যে ডা: রেইনহার্ডের একটা ডাইরী দখল করে, যেটা ছিল ডা: রেইনহার্ডের গবেষনার মূল অংশ।
"ইভল ডেড" মুভির সেই বিখ্যাত শটগান আর করাত-টার(যেটা মুভির নায়ক, তার ডান হাতের বদলে ব্যাবহার করে) কথা মনে আছেতো? অন্যান্ন অস্ত্রের সাথে মূল অস্ত্র হিসেবে পাবেন আপনি এই দুইটা। পাবেন এ্যাশ এবং তার অর্ধজম্বী বন্ধু স্যাম আর অসংখ্য অসংখ্য ভূত আর জম্বী।
গেমটার পরিবেশ চমৎকার। সাধারনত ভূতুড়ে পরিবেশ হিসেবে আমরা যে ধরনের পরিবেশ কল্পনা করি, ঠিক তেমনটাই। পাবেন অসাধারন গ্রfফিক্স, দারুন দারুন সব কম্বো, চরম ভায়োলেন্স আর ফান।
গেম পাগলরা (বিশেষ করে যারা এ্যকশান, ভুত আর ভায়োলেন্স পছন্দ করেন), তারা এখনই নেমে পড়ুন "ইভল ডেড"-এর এই মারামারি, কাটাকাটি আর জম্বী ধ্বংশের জগতে।
সিস্টেম: (ভালো গ্রাফিক্স-এর জন্য)
১) পেন্টিয়াম ডি প্রোসেসর।
২) ১ গেগা রাম।
৩) ২৫৬ পিসিআই এক্সপ্রেস।
৩) ৬ গেগা হার্ডডিক্স।
ইভল ডেড রিজেনারেশন গেম ভিডিও রিভিউ: