ইন্টারনেট
এই নিবন্ধটি পাবলিক বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক পদ্ধতি সম্পর্কিত।
ইন্টারনেট
ইন্টারনেট রাউটিং পাথের কল্পনা
একটি অপনেট প্রকল্পের ইন্টারনেটের একটা অংশের মাধ্যমে রাউটিং পাথের কল্পনা
প্রবেশদ্বার আইকন ইন্টারনেট প্রবেশদ্বার
কম্পিউটার নেটওয়ার্ক স্থানিক সুযোগ অনুযায়ী ধরণ
নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি)
বডি (ব্যান)
পরসোনাল (প্যান)
গাড়ি/ইলেক্ট্রনিক্স (ক্যান)
Near-me (NAN)
লোকাল (ল্যান) হোম (HAN)
স্টোরেজ (SAN)
ক্যাম্পাস (CAN)
দাঁড়া
মেট্রোপলিটন (MAN)
ওয়াইড (ওয়্যান)
ক্লাউড (ইয়ান)
ইন্টারনেট
আন্তগ্র্রহ ইন্টারনেট
আন্তর্জাল বা ইন্টারনেট (ইংরেজি: Internet ইন্টার্নেট্) হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ড্যাটা আদান-প্রদান করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অনেকে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সমার্থক শব্দ হিসেবে গণ্য করলেও প্রকৃতপক্ষে শব্দদ্বয় ভিন্ন বিষয় নির্দেশ করে।
পরিচ্ছেদসমূহ
১ পরিভাষা
২ ইতিহাস
৩ আরও দেখুন
৪ আরও পড়ুন
৫ বহিঃসংযোগ
পরিভাষা
ইন্টারনেট ইন্টারনেট্ওয়ার্ক(internetwork) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে।
যখন সম্পূর্ণ আইপি নেটওয়ার্কের আন্তর্জাতিক সিস্টেমকে উল্লেখ করা হয় তখন ইন্টারনেট শব্দটিকে একটি নামবাচক বিশেষ্য মনে করা হয়।
ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দৈনন্দিন বক্তৃতায় প্রায়ই কোন পার্থক্য ছাড়া ব্যবহৃত হয়। যাইহোক, ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একই নয়। ইন্টারনেটের হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার পরিকাঠামো কম্পিউটারসমূহের মধ্যে একটি আন্তর্জাতিক তথ্য যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে। বিপরীতে, ওয়েব ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত পরিষেবাগুলির একটি। এটা পরস্পরসংযুক্ত কাগজপত্র এবং অন্যান্য সম্পদ সংগ্রহের, হাইপারলিংক এবং URL-দ্বারা সংযুক্ত।
ইতিহাস
১৯৬০-এর দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট্স এজেন্সি বা আরপা (ARPA) পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। প্যাকেট সুইচিং পদ্ধতিতে তৈরি করা এই নেটওয়ার্ক আরপানেট নামে পরিচিত ছিল। এতে প্রাথমিকভাবে যুক্ত ছিল।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যাঞ্জেলেস
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট সান্তা বারবারা
ইউনিভার্সিটি অফ ইউটাহ্
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
লিল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়র ইউনিভার্সিটি
নীতিবাক্য
Die Luft der Freiheit weht
(মুক্তির বাতাস বয়ে যায়)
স্থাপিত
১৮৯১
ধরন
বেসরকারী
বৃত্তিদান
US $ US$ 17.04 billion
সভাপতি
জন হেনেসী
অধ্যহ্ম
জন এচেমেন্ডি
অ্যাকাডেমিক স্টাফ
১,৯৯৫
ছাত্র
১৫,৮৭০
অস্নাতক
৬,৯৯৯
স্নাতকোত্তর
৮,৮৭১
অবস্থান
স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
ক্যাম্পাস
উপশহরীয়, ৮,১৮০ একর (৩৩.১ বর্গকিমি)
অ্যাথলেটিক
এনসিএএ প্রথম ডিভিশন
ম্যাসকট
স্ট্যানফোর্ড ট্রী (অনানুষ্ঠানিক)
ওয়েবসাইট
Stanford.edu
Stanfordlogo.png
লিল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়র ইউনিভার্সিটি তথা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়(ইংরেজি:Stanford University) মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরাবেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ফ্রান্সিসকো শহরের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সান হোসে শহরের ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে পালো আল্টো শহর তথা সিলিকন ভ্যালির কাছে স্ট্যানফোর্ড শহরে অবস্থিত।
পরিচ্ছেদসমূহ
১ ইতিহাস
২ র্যাঙ্কিং
৩ অনুষদসমূহ
৪ বিখ্যাত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ
৫ কৃতি শিক্ষার্থী
৬ কৃতি শিক্ষক
৭ আরো দেখুন
৮ তথ্যসূত্র
ইতিহাস
রেল মোগল ও ক্যালিফোর্নিয়ার গভর্নর লিল্যান্ড স্ট্যানফোর্ড ও তাঁর স্ত্রী জেন স্ট্যানফোর্ড ১৮৯১ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন[তথ্যসূত্র প্রয়োজন] এবং তাঁদের একমাত্র সন্তান ১৬ বছর বয়সে টাইফয়েডে অকালে মৃত্যুবরণকারী লিল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়রের নামে সম্মানে এর নামকরণ করেন। বিশ্ববিদ্যালয়টি লিল্যান্ডের ঘোড়ার খামারের জায়গায় প্রতিষ্ঠা করা হয়। তাই আজও স্থানীয় লোকেরা ও বিশ্ববিদ্যালয়ের সদস্যরা বিশ্ববিদ্যালটিকে "দ্য ফার্ম" নামে ডাকেন।
র্যাঙ্কিং
অনুষদসমূহ
স্কুল অব ইঞ্জিনিয়ারিং
স্কুল অব মেডিসিন
স্ট্যানফোর্ড ল' স্কুল
স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস
স্কুল অব এডুকেশন
স্কুল অব আর্থ সায়েন্সেস
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সেস
বিখ্যাত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ
স্ট্যানফোর্ডের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অনেক বিখ্যাত আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত। আধুনিক ইন্টারনেটের অন্যতম জনক ভিন্টন সার্ফ (Vinton Cerf) এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। হিউলেট-প্যাকার্ড (Hewlett-Packard)(সংক্ষেপে এইচপি), সিসকো সিষ্টেম, ইয়াহু!, গুগল, নাইকি, গ্যাপ, লজিটেক, ওয়াইপপ্রো, সান মাইক্রো সিস্টেমসসহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মধ্যে ৫১ জন নোবেল পুরস্কার বিজয়ী, ১৯ জন টুরিং পুরস্কার বিজয়ী রয়েছেন। স্ট্যানফোর্ডের বর্তমান সম্প্রদায়ের মধ্যে ১৭ জন নোবেল বিজয়ী, ৪ জন পুলিৎজার পুরস্কার বিজয়ী, ১৫০ জন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমীর সদস্য, ৯৪ জন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রকৌশল একাডেমীর সদস্য, ৬৪ জন ইনস্টিটিউট অব মেডিসিনের সদস্য, ১৮ জন ন্যাশনাল মেডেল অব সায়েন্স বিজয়ী, ২ জন ন্যাশনাল মেডেল অব টেকনোলজি বিজয়ী, ৩ জন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম বিজয়ী। উল্লেখ্য, স্ট্যানফোর্ডের ছাত্র-শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক টুরিং পুরস্কার লাভ করেছেন।