বি,সি,এস, এর মাধ্যমে প্রতিবছর পি,এস,সি, কতৃক বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে মেধাহীন রাজনৈতিক চ্যালাচামুন্ডদের পেছনের চোরা গলি দিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে ঢুকানোর জন্য কোটা নামক একটা দূর্নীতির চালু রয়েছে অনেক দিন ধরে। ৯৬ তে আলীগরা ক্ষমতায় আসার পরে এই কোটার পারসেন্টেজ বাড়িয়ে ৫৫% করা হয়, যাতে হাসিনার স্বাক্ষরিত তথাকথিত মুক্তিযোদ্ধা(?) ছাট্টিফিকেট(??) নিয়ে তাদের অনুগত ছাত্রলীগের গুন্ডাবাহিনী যাদের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার মত কোন যোগ্যতা নেই, এদের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায়। এজন্য তারা মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসাবে অত্যন্ত নোংরা ভাবে ব্যবহার করেছে, যাতে কেউ এই কোটা পদ্ধতি বাতিল বা পরিবর্তন করতে না পারে। যদি পরবর্তী সরকার এ ব্যাপারে কোন পরিবর্তন করত তাহলে আওয়ামী এবং র'-মোসাদের পোষ্য মিডিয়াগুলো তাদের গায়ে মৌলবাদী-জংগীবাদের দোসর- এসব তকমা আরো জোরে সোরে লাগিয়ে দিত।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা কালে আলীগ ক্ষমতায় ছিলো এবং স্বচক্ষে দেখেছি কোটা পদ্ধতির অপব্যবহার। ছালীগের গুন্ডা শহীদুল্লাহ হল সভাপতি জয় থেকে শুরু করে এদের আরো বেশ কিছু ক্যাডার যাদের কখনও ক্লাসে দেখা যেতনা তারা হয়ে গেছে ম্যাজিস্ট্রেট। আর, হলে যে সব সেরা মেধাবী ছাত্র ছিলো , এদের কোন খবর পাওয়া যায়নি। এরকম আরো অসংখ্য ঊদাহরণ রয়েছে, যার অনুকরণ পরবর্তী সরকারে আমলেও হয়েছে। বর্তমান সরকার দূর্নীতি ও অব্যবস্থা নির্মুলের কথা বলে ক্ষমতায় এসেছে। প্রশাসনে মেধাবীদের প্রবেশ নিশ্চিত করার জন্য এই কোটা নামক দূর্নীতির বিষ বৃক্ষ উপড়ে ফেলার আহবান জানাচ্ছি। আশার দিক হলো, গতকাল ঢাবির ভিসিকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন কোটা সংস্কারে ব্যাপারে। ছাত্র-ছাত্রীরাও তাদের আন্দোলন আপাতত স্থগিত রেখেছে। তবে প্রধান উপদেষ্টার এই কমিট্মেন্ট যেন শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ না থেকে।
সরকারের এই পজিটিভ্ এটিচিউডে ছালীগের গুন্ডারা খুব মাইন্ড করেছে। কারণ, তারা ভালো ভাবেই জানে কোটা বাতিল হলে বা পারসেন্ট কমে গেলে মেধায় যোগ্যতার প্রমাণ দিয়ে প্রশাসনে প্রবেশ করা খুব কঠিন হবে। তাই, সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীতি ছড়ানোর জন্য এই জরুরী অবস্থায়ও হকি স্টিক, রামদা নিয়ে জংগী মিছিল করেছে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে নিরব।
সরকারকে তদন্ত করে এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।
আরো জানার জন্য পড়তে পারেনঃ
Click This Link
http://www.dailynayadiganta.com/
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:৩১