ইদানিং ব্লগে ঢুকলেই দেখি কিছু কুত্তা ঘেউ ঘেউ করতেছে। এদের বেশির ভাগেরই ধড়ের উপরে মাথার পরিবর্তে আছে নারকেল, তাও আবার ভেতরটা পঁচা, যেখান থেকে অনবরত দুর্গন্ধ ছড়াতে থাকে। আজ পহেলা ফাল্গুন, প্রকৃতি তার সুন্দর রূপের পসরা নিয়ে নিজেকে সাজাতে ব্যাস্ত। এসব সুন্দরের প্রতি এসব কুকুরগুলোর কোন দৃষ্টি যায়না, ওরা পছন্দ করে ডাস্টবিনের ময়লা নিয়ে কামড়া-কামড়ি করতে। এই ব্লগ নাকি নব্য রাজাকারে ভরে গেছে, তাই ওদের এত ঘেউ ঘেউ। একবারও ভাবেনা তারা যাদেরকে ওরা রাজাকার বলছে, ওদের জন্ম এই স্বাধীন বাংলাদেশে। এরা কখনও কেউ বলেনি যে, এদেশ আবার একাত্তরের আগের মত পূর্ব পাকিস্তান হয়ে যাক। আসলে, এসব কিছু নয়। ব্লগের ভাদা ও ভাকুদের দলবলের স্টক ফুরিয়ে গেছে, তাদের ধড়ের উপর বিদ্যমান নারকেল থেকে দূর্গন্ধ ছাড়া ভালো কিছু বের হচ্ছেনা। তাই কয়েকদিন পরপর একটি পুরানো ইস্যু তুলে ব্লগের পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, ব্লগটাকে অজনপ্রিয় করার অপচেষ্টা চালাচ্ছে।
ওরা আবার বিকল্প অচলায়তান করেছিল যা হালে পানি পায়নি। এটাও ক্ষোভের একটা অন্যতম কারণ। ওদের সবচেয়ে বড় ক্ষোভ, সামহোয়্যার ইন্ সকলের মত প্রকাশের স্বাধীনতায় কেন বিশ্বাস করে? কেন বাকশালের মত ভিন্ন কন্ঠ চেপে ধরেনা, কেন ভাদা ও ভাকু ছাড়া অন্যদের লিখতে দেয়? ওরা গনতন্ত্রের কথা বলে, মুক্ত কন্ঠের কথা বলে, বাক্ স্বাধীনতার কথা বলে, কিন্তু কোনটাতেই এরা বিশ্বাস করেনা। ওদের মতের বিরুদ্ধে গেলেই তা হয়ে যায় রাজাকারী, মুক্তিযুদ্ধ বিরোধী ও দেশ বিরোধী। যেন এদেশ ঐসব ভাদা ও ভাকুদের কেনা জমিদারী; ওরা যা বলবে তাই হবে, যা খুশী তাই করবে, অন্যরা তাদের গালে চুমা দিবে। এর ব্যাত্যয় ঘটলেই সবাই দল বেঁধে শুরু করে বন্য শুয়োরের মত ঘোঁতঘোঁত। কিন্তু যতটুকু শব্দ করে, মানুষের ক্ষতি করতে পারে তার সিকি ভাগই।
এইসব ভাদা ও ভাকুদের আছে মানুষের মত মুখ, মাথার মত দেখতে দেহের উপরে নারকেল, আছে দুই হাত ও দুই পা, দেখতে মানুষের মত। কিন্তু ওরা ভালো কোন কিছু গ্রহন করবেনা, মানুষের ত্যাগকৃত ময়লা ও ডাস্টবিনের আবর্জনা ওদের কাছে খুব লোভনীয় জিনিস। কোন মানুষ যদি ভুলে মানুষ ভেবে ওদের সাথে কিছুদিন চলাফেরা করে, তারও মনুষ্যত্ব লোপ পায়, সেও আচার আচরণ ও খাদ্যাভ্যাস হয়ে যায় ঐসব বন্য শুয়োরগুলোর মত। তাই, কতৃপক্ষকে ব্লগের জন্জাল পরিস্কার করে পরিবেশ মানুষের অবস্থানের উপযোগী করার আহবান জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮