আমরা এক দূর্গম পথের অভিযাত্রী দল। দলটি যাত্রা শুরু করেছিল আজ থেকে অনেক বছর আগে লাল-সবুজের দূর্গম গন্তব্যে পৌঁছবে বলে। দলের নেতা আমাদের দেখিয়েছিলেন সুন্দর সোনালী দিনের স্বপ্ন। পথ চলতে গিয়ে আমরা হারিয়েছে অনেক সংগী সাথীদের। তবু আমরা আশাহত হয়নি। এক একটি খাদ পার হই, আর ভাবি এবার বোধহয় তুষারঘন অন্ধকার কুয়াশা ঘেরা পথের অবসান হয়ে দেখা পাবো দিনের সোনালী সূর্য। এভাবে পার হয়ে গেল তিন তিনটি যুগ, কিন্তু আমাদের গন্তব্যের দেখা আজো মেলেনি, জানিনা কভু পারবো কিনা সেখানে পৌঁছতে। আমাদের নেই কোন পথ পদর্শক, নেই কোন দলনেতা। আমরা সবাই রাজা, কেউ কাউকে বিশ্বাস করিনা, কেউ কারো প্রতি বিশ্বস্তও থাকিনা, সবাই চলছিতো চলছি, জানিনা এর শেষ কোথায়।
কোন আশা নেই, আলো নেই, তবু অন্ধকারে পথ চলা। মাঝে মাঝে সামান্য আলো দেখা যায় সুড়ংগের শেষ প্রান্তে। কিন্তু তাও মিলিয়ে যায় অতি অল্প সময়ে। আমরা কি কখনও সঠিক পথের দেখা পাবোনা? হে প্রভু, আমাদেরকে সাহায্য কর, সঠিক পথ দেখাও। নিশ্চয় তুমি ক্ষমাশীল ও সর্বোত্তম অভিভাবক।