দক্ষিনে উত্তাল সমুদ্র,
উত্তরে হিমবাহ।
তুমি বললে- এসো স্বাধীন বসত গড়ি এই উপত্যকায়;
জীবন যেখানে ঘূর্ণির চালে আবদ্ধ,
সময় যেখানে বন্দী দীর্ঘশ্বাসে,
যেখানে মনন মানে পরাজিতের রুদ্র অভিপ্রায়; খোলস ছেঁড়ার অথবা ছাড়ার।
রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে-
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখেছি,
মানুষ দেখিনি।
[অতিথি + Hypocrisy + Time = সচল]
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:১৯