ভারতের একটি গ্রামে ২ হাজার পরিবারের ২৫০ জোড়া জমজ শিশু জন্মানোর রহস্য উদঘাটনের চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। কেরালার প্রত্যন্ত গ্রাম কোডিনি বিশ্বে যেকোন গ্রামের মধ্যে ৬ বার বেশিসংখ্যক জমজ শিশু জন্মানোর তালিকায় এসেছে। এর মধ্যে এক বছরেই ৩০০ বার সুস্থ প্রসবের ঘটনায় ১৫ জোড়া জমজ জন্ম নিয়েছে গ্রামটিতে।
শুধু গত পাঁচ বছরেই ৬০ জোড়া জমজ শিশু জন্ম নেয় এখানে। প্রতিবছরেই জমজ শিশু জন্ম নেয়ার হার বাড়ছে। স্থানীয় চিকিৎসক ও জমজ নিয়ে আগ্রহী ডা. কৃষ্ণাণ শ্রীবিজু দুবছর ধবে কোডিনি গ্রামের বিষয়টি নিয়ে স্টাডি করছেন।
ডা. শ্রীবিজুর ধারণা সরকারি হিসেবে এই গ্রামে আড়াই জোড়া জমজ বলা হলেও প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হবে। তিনি বলেন আমার চিকিৎসাশাস্ত্রেয় মত হচ্ছে কোডিনি গ্রামে ৩০০ থেকে সাড়ে ৩শ’ জোড়া জমজ থাকতে পারে। তিনি আরো বলেন, প্রতি বছর যে হারে জমজের জন্মহার এখানে বেড়েছে তাতে ধারণা হচ্ছে গত ১০ বছরে জোড়া জমজের সংখ্যা দ্বিগুণ হওয়ার কথা। গ্রামবাসীরা জানান, তাদের এখানে জমজ শিশু জন্মানোর এই বিষয়টি শুরু হয়েছে তিন প্রজন্ম আগে থেকে।
চিকিৎসাশাস্ত্রের এ বিস্ময়কর ঘটনা সম্ভবত ৬০ থেকে ৭০ বছর আগে থেকে ঘটতে শুরু করেছে বলে মন্তব্য করেন ডা. শ্রীবিজু। জৈব রাসায়নিক বিশ্লেষণ ও বিশদ গবেষণা ছাড়া টুইন জš§ নেয়া কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে গ্রামবাসীদের ব্যবহৃত খাদ্য ও পানীয়র সঙ্গে এ ঘটনার কোনো ধরণের সম্পৃৃক্ততা থাকতে পারে বলে এ চিকিৎসকের ধারণা। আর একই গ্রামে এভাবে টুইন শিশু জš§ নেয়ার হার বৃৃদ্ধি পেছনে অবশ্যই জিনগত উপাদান বড় ভুমিকা রাখছে বলে জানান তিনি।