ছোটবেলায় বেশির ভাগ মানুষ যখন ব্ল্যাক হোলের নাম শুনে , জানার আগ্রহ থাকে অনেক । সায়েন্স ফিকশন সহ বিভিন্ন জায়গায় এটি আজব ভাবে উপস্থাপণ করা হয় ফলে আগ্রহ থেকেই যায় কিন্তু জানা আর হয় না । আমি চেষ্টা করছি সহজ ভাবের বুঝিয়ে দেবার এবং কাহিনী গুলো গল্পের মত করে সহজ করে দেবার।
তো আসুন , আমরা গল্পে ঢুকে যাই।
আমরা কিছু বেসিক জিনিষ সবাই জানি । নিউটন ভাই বলে গিয়েছেন আপেল মাথায় পড়বেই , এটি মনে রাখতে হবে । মাধ্যাকর্ষণ খুব একটা জটিল বিষয় নয় , তাই এটা নিয়ে কথা না বলে মূল গল্পে যাই আসুন ।
আচ্ছা , টেনিস বল টা উপরে ছুড়ে মারলে সেটা নিচে পড়ে তাই না? এখন আমরা সবাই ই জানি (যারা জানেন না এখন জানবেন) , টেনিস বলটা যদি পকেটে করে কেউ পৃথিবীর বাইরে নিয়ে যায় , এরপর উপরে ছুড়ে মারে তখন ও তা হাতে পড়বে । এখানে একটা ব্যাপার অবশ্য আছে যে আশপাশে কোন গ্রহ থাকা যাবে না । কারণ তাহলে ঐ গ্রহের টানে টেনিস বল তো যাবেই, আপনিও চলে যাবেন ।
আর একটি ব্যাপার জানতে হবে , তা হল আমরা কোন কিছু কিভাবে দেখি । এটা একটু জটিল ,তাই মনযোগ দিবেন ।
ধরেন আপনি আয়নার দিকে তাকালেন রাত্রে বেলা , আপনি আপনার চেহারা দেখলেন , কেউ এসে রুমের লাইট নিভিয়ে দিল । এখনও আপনি আয়নার দিকে তাকানো কিন্তু এখন কি আর দেখা যাবে? যাবে না।
এটি ই মূল ব্যপার । তো কি দাঁড়ালো , আলো থাকলে আমরা দেখলাম , আলোর অনুপস্থিতি , দেখা শেষ । কারণ কোন বস্তু থেকে আলো রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসলেই আমরা দেখি । আমাদের জানা মোটামোটি শেষ । এখন নিচের গল্পটা পড়লেই আপনি স্বচ্ছ্ব ধারণা পেয়ে যাবেন ব্ল্যাক হোল কি ।
করিম কে একদিন ওর বাবা বললো যে যা , বাজারে গিয়ে আলু কিনে আন । ওদের গ্রামে রাত ৮টা বাজে তখন । অনেক রাত । রাস্তায় আলো ও নেই তেমন । করিম ও আগে কখনো ওদিক টায় ওভাবে যেতো না । তো করিম কাঁচা রাস্তায় উঠলো । এদিকে হয়েছে কি , বাজারে নতুন দোকান উঠানোর জন্য ইট সাজিয়ে রাখা হয়েছে রাস্তার মাঝ থেকে একটু দূরে । কি হল বুঝতেই পারছেন , রাস্তায় আলো ছিল না , করিম ইটের মধ্যে যেয়ে পড়লো । গেল মাথা ফেটে ।
এখন এক কাজ করুন । করিমের জায়গায় স্পেসশিপ আর ইটের জায়গায় ব্ল্যাক হোল বসান । মিললো কিছু? ছোটবেলার গল্প ছিল এই ধারণাটির উপরেই ।
এখন করিম তো রাস্তায় আলো ছিল না দেখে দেখে নি , কিন্তু স্পেসশিপ কেন দেখবে না এটা । স্পেসশিপের তো হেডলাইটের অভাব নেই । আর আমরা জানি স্পেসশিপ কে টেনে নিয়ে যেত । সেটাই বা কিভাবে । আসুন জানি ।
কেমব্রিজের একজন বিজ্ঞানী জন মিচেল এগুলোই ভাবতেন । ভাবতে ভাবতেই তিনি আবিষ্কার করে ফেলেন মূল ব্যপারটি ১৮৮৩ সালে।
আমরা পৃথিবীতে দাঁড়িয়ে থাকি মহাকর্ষ বলের জন্য , যদি না থাকতো বল তবে আমরা উড়ে যেতাম । লাফ দিলে আর ফিরতাম না । আর যদি এ বল আরো বেশি হত?
হ্যা , আমরা মাটির নিচে ঢুকে যেতাম ।
এখন সব গ্রহের মহাকর্ষ তো আর পৃথিবীর মত নয় ।এখানেই ব্ল্যাক হোলের মজা টা ।
সোজা কথায় বললে যেসব গ্রহের মহাকর্ষ টান পাগলা টাইপ , তারাই ব্ল্যাকহোল । এখন আপনি ভাবছেন , টান দিল ভাল কথা কিন্তু আমি দেখবো না কেন ব্ল্যাক হোল ।
কারণ টা খুবই সহজ । এটির আকর্ষণ এমন ই পাগলা টাইপ যে , গ্রহ থেকে আলো কেও বের হতে দেয় না ব্ল্যাকহোল । টেনে ধরে রাখে মাটির কাছে । আর কোন বস্তু থেকে আলো না গেলে তো দেখা যাবে না সেটা । এজন্য দেখাও যায় না ।
নভোচারী না দেখে সোজা ব্ল্যাক হোলের দিকে অথবা ওটার আশপাশের দিকে এগুতে থাকে । যখন ই ওটার টানের মধ্যে পড়ে , টান খেয়ে গ্রহের মাটিতে আছড়ে পড়ে সেটা । এবং শেষ পর্যন্ত ও সে দেখতে পায় না গ্রহ টাকে ।
এজন্যই এই জিনিসের নাম ব্ল্যাক হোল ।
আশা করি আমি সহজে বুঝাতে পেরেছি , কমেন্ট দিয়ে সাড়া দেবেন । পরবর্তীতে আরো মজার কিছু , জানার কিছু লেখার চেষ্টা করবো । ধন্যবাদ।
Black ব্ল্যাক হোল (জেনে নিন এ অদ্ভুত বিষ্ময় কে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন
সত্যি বলছি, চাইবো না
সত্যি বলছি, এভাবে আর চাইবো না।
ধূসর মরুর বুকের তপ্ত বালির শপথ ,
বালির গভীরে অবহেলায় লুকানো মৃত পথিকের... ...বাকিটুকু পড়ুন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি 'কিংস পার্টি' গঠনের চেষ্টা করছেন ?
শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন টি রাজনৈতিক দল গঠন করবে কিনা তা নিয়ে আলোচনা চলছেই।... ...বাকিটুকু পড়ুন
শেখস্থান.....
শেখস্থান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন