বাস ভাড়া কমেছে ! কয়জন জানেন ?
অবশ্য খুশি হবেন না , খুশি হবার কারণ
নেই ।
ভাড়া কমেছে লং রুটে ।
কতো , তা কি জানেন ?
৩ পয়সা , কিমি প্রতি মাত্র ৩ পয়সা
। আগে ১.৪৫ ছিল , এখন ১.৪২ ।
সেটা কতো সেই ব্যাপারে বলি একটু ।
সরকারি হিসেবে ঢাকা চট্টগ্রামের ভাড়া
৩৫৯ ছিল আগে , এখন ৩ পয়সা
কমানোতে সেটা হয়েছে ৩৫২ । ঢাকা
রাজশাহীর ক্ষেত্রে ৩৭৫ থেকে হয়েছে
৩৬৮ আর ঢাকা খুলনার ক্ষেত্রে
৪২৩ থেকে ৪১৫ ।
এখন আরও একটু মেজাজ বিগড়ে দেই ,
এই ৭ টাকা ভাড়াটাও কমেনি কোন
রুটেই । কারণ বাস মালিকরা বলছে ,
তারা চার্ট পায়নি ।
এখন আপনি ভাবুন , তেলের দাম ৫
টাকা লিটারে বাড়লে বাসের ভাড়া জন
প্রতি বেড়েছে ৫ টাকা এই ঢাকা শহরে ।
একদিনের ২০ টাকার ভাড়া বেড়ে
হয়েছে ২৫ । তার উপর সিটিং
সার্ভিসের নামে দ্বিগুণ ভাড়া আদায়ের
বিষয়টা তো থেকেই যাচ্ছে । সেই
সিস্টেমে ফেলে আরও বিষদ ভাবে
আমাদের ভরে দিচ্ছে ওরা ।
আর কতো শোষিত হবো আমরা ?
আর কতো ? আর কতো *দা খেলে
আমরা বলবো না গো না , দাদা ! আর
না !
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৪