বেশিরভাগ মানুষ কেন আল্লাহ ঈশ্বরে গড মোটকথা ধর্ম কিংবা সৃষ্টিকর্থায় বিশ্বাস
করেন ? বিজ্ঞান ঈশ্বরের অস্তিত্ব
স্বীকার করে না। তবু এই পৃথিবীর
অধিকাংশ মানুষই ঈশ্বরে বিশ্বাসী।
কেন?
এর উত্তর লুকিয়ে আছে আমাদের
মস্তিষ্কেই। সাম্প্রতিক বৈজ্ঞানিক
গবেষণা প্রমাণ করেছে, আমরা ভগবান
মানব না মানব না , তা আমাদের
মস্তিষ্ক ঠিক করে দেয়। যে কোনও
মানুষের মস্তিষ্কে দু - টি ভাগ থাকে।
ঘটনা হল , ঈশ্বরে বিশ্বাস করা বা না
করা দুটোই একসঙ্গে আমাদের
মস্তিষ্কে অবস্থান করে। কোন
ভাগটিকে আমরা সক্রিয় করেছি , তার
উপরই নির্ভর করে একজন মানুষ
আস্তিক হবেন না নাস্তিক।
আমাদের মস্তিষ্কের দুটি ভাগের
একটিতে ইশ্বরের প্রতি অগাধ বিশ্বাস
অবস্থান করে। অন্য ভাগে বৈজ্ঞানিক
ও যুক্তিবাদী চিন্তাধারা প্রাধান্য
পায়। বেশিরভাগ মানুষই প্রথম ভাগকে
সক্রিয় করে রাখেন এবং দ্বিতীয়
ভাগটিকে নিষ্ক্রিয় অবস্থায় রাখেন।
তাই বৈজ্ঞানিক গবেষণার যতই
অগ্রগতি হোক , এখনও বেশিরভাগ
মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন।
মস্তিষ্কের এই দুই ভাগই ঈশ্বর ও
বিজ্ঞানের নিরন্তর বিবাদকে বাঁচিয়ে
রাখে।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ১০:৫৩