১।
সোভিয়েত জনগন কয়ভাগে বিভক্ত?
- দু’ভাগে। সন্তুষ্ট আর অসন্তুষ্ট। অসন্তুদের নিয়ে ডিল করে কেজিবি আর সন্তুষ্টদের নিয়ে- দুর্নীতি দমন বিভাগ।
২।
- ২০১৬ সাল কেমন হবে?
- মাঝারি রকমের। ২০১৫ থেকে খারাপ, ২০১৭ থেকে ভালো।
৩।
- নিরামিষভোজী- নরখাদকেরা কী খায়?
- সবজী চাষীদের।
৪।
- মিনিমাম খরচে ম্যাক্সিমাম তথ্য বলতে কী বোঝায়?
- মিনিস্কার্ট
- আর ম্যাক্সিমাম খরচে মিনিমাম তথ্য?
- মহাশূন্যে নভোযান উৎক্ষেপণ
৫।
-ঢেঁকুর কি?
-ভুল পথে নির্গত বায়ু।
৬।
- অন্তঃসত্তা বালিকা বলতে কী বোঝায়?
- রসজ্ঞান বর্জিত মেয়ে, একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে
৭।
- বহু বিবাহের খারাপ দিক কোনটি?
- বহু শাশুড়ি
৮।
কর্নেল ডেকে পাঠিয়েছেন সৈনিক ইভানভকে। জেরার সুরে প্রশ্ন করলেন-
- শুনলাম, তুমি তোমার সিভিলিয়ান বন্ধুকে বলেছো, আমাদের মেজর গর্দভ?
- জী না স্যার। গোপন সামরিক তথ্য ফাঁস করা নিষেধ, তা স্যার আমি ভালো করেই জানি।
৯।
বনের ভেতর দিয়ে হাঁটছে খেঁকশিয়াল। হঠাত শব্দ ভেসে এলো পাশের ঝোপ থেকে।
- কু-কু-রু-কু!
নির্ঘাত মোরগ। উৎফুল্ল খেঁকশিয়াল ঝাঁপিয়ে পড়লো ঝোপের উপড়। খানিক্ষন ধ্বস্তাধস্তির শব্দ। একটু পরে ঝোপ থেকে বেরিয়ে এল নেকড়ে। মৃত খেঁকশিয়ালকে ধরে রেখেছে মুখে। সেটাকে মাটিতে নামিয়ে তৃপ্তির সুরে বললঃ
- একটা বিদেশী ভাষা জানার কত গুণ!
১০।
টেলিফোন বেজে উঠলো ঘরে। কিন্তু বাসায় কেউ নেই কুকুর ছাড়া। এগিয়ে গিয়ে রিসিভার তুললোঃ
- ঘেউ!
- হ্যালো, কে বলছেন?
- ঘেউ!
- হ্যালো, একটু স্পষ্ট করে বলবেন কি?
- ঘ-য়ে এ-কারে ঘে, আর হ্রস্ব উ।
১১।
মোরগ ভর্তি হতে এসেছে সঙ্গীত বিদ্যালয়ে। শিক্ষক দোয়েল জিজ্ঞেস করলোঃ
- তুমি তো এমনিতেই চমৎকার গাইতে পারো। তোমার তো স্কুলে ভর্তি হবার কারন দেখি না।
- আমারও তো একি কথা। কিন্তু মুরগিরা এখন ডিগ্রী ছাড়া পাত্তাই দিচ্ছে না।
১২।
ঠোঁটে ভয়ংকর পোড়া দাগ নিয়ে উড়ছে মশা। অন্য এক মশা জিজ্ঞেস করলো তাকেঃ
- কী করে ঠোঁট পোড়ালি?
- অন্ধকারে জ্বলন্ত সিগারেটকে জোনাকির বউ ভেবে চুমু খেতে গিয়েছিলাম।
১৩।
দু শজারুর দেখা। একজনের হাতে ব্যান্ডেজ বাঁধা দেখে আরেকজন জিজ্ঞেস করলঃ
- হাতে কী হয়েছে?
- তেমন কিছু না। পিঠ চুলকাতে গিয়েছিলাম শুধু।
১৪।
-মিনি স্কার্ট কি?
- ছোট স্কার্ট
- মিনি কম্পিউটার কি?
- ছোট কম্পিউটার।
- তাহলে সব চেয়ে বড় বিশৃঙ্খলার নাম মিনিস্ট্রি কেন?
১৫।
- রাজতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য কী?
- রাজতন্ত্রে পিতার কাছ থেকে ক্ষমতা পায় পুত্র, আর সমাজ তন্ত্রে- এক দাদু থেকে আরেক দাদু।
বিঃদ্র- সবকটি কৌতুকই 'সোভিয়েত কৌতুকভ' নামক বই থেকে নেয়া। কারো পিডিএফ লাগলে আমি আপলোড করে দিতে পারব
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২