তোরা দেখে যা, হাসিনা মায়ের কোলে।
আমাবষ্যার রাতেও যেন চাঁদ দোলে।
যেন দেবীর কোলে কৃষ্ণ কলি দোলে।
তোরা দেখে যা, হাসিনা মায়ের কোলে।
কুল-মুলকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ,
ভেংচি কাটা বাঁকা ঠোটে, কে এল ঐ,
চোরের খ্যাতি পেশানিতে ফোটে, কে এল ঐ,
আমু, তোফা, নাসিম পড়ে লুটে,- কে এল ঐ,
‘নফসি’ ‘নফসি’ পড়ে আবুল, বদি,
‘শাওন’ বুকের বোতাম খুলে।
তোরা দেখে যা, হাসিনা মায়ের কোলে।
জাতিকে সংবিধানের জ্ঞান দিল যে জন,
কলম দিয়ে ‘বিসমিল্লাহ’ দূর করিল যে জন,
‘হাসিনা ধরলে রক্ষা নাই’ কহিল যে জন,
কালো বেড়াল ধরতে চির-দীন বেশ নিল যে জন,
আলি আজমের ফাঁদে ধরা দিতে এল শয়তানের সেই সে নবি
রায়দূর্লভ, জগৎশেঠের ধ্যানের ছবি,
জাতি দেখিল থলের বিড়াল আজি কোলে দোলে।
তোরা দেখে যা, হাসিনা মায়ের কোলে।