বিষাদ পাখি ডাকলে কেবল আকাশ মাঝে উড়ি ,
এক বালিকার বেণীর ভাঁজে কাষ্ঠ হয়ে পুড়ি !
সেই বালিকা আমার মনে এমন কেন কষ্ট দিল ?
নিঝুম এক কবির খাতা শূন্য করে -
কোন সুদূরে উড়িয়ে নিল ।
কোথায় যাব ? কোন আকাশে ?
মাঝে মাঝে একটি নদী ভীষণ ডাকে ,
একলা যাওয়া যায়না সেথা -
এক বালিকা সঙ্গী লাগে ।
আঁধার রাতে চুপটি করে নদীর পানে হাঁটি
দৌড়ে এসে ঝাপটে ধরি শূন্য দেয়ালিটি ।
পা বাড়ালেই পথ হারিয়ে এক বৃত্তেই বাঁধা
জাল ফেললে মাছ ব্যতীত উঠছে শুধু কাদা ।
সববাগানে কাঠ মালতী , ফুলের মাঝে ফুল
রোঁদের মাঝে রোঁদের খেলা
উড়ছে তোমার চুল ।
আর কখনো এমন করে কষ্ট দিবে ?
চোখ থেকে সব ঘুম-স্বপ্ন কেড়ে নেবে ?
এমন আবার কষ্ট দিলে
সব কবিতা হঠাৎ ফেলে
ঘাসের মাঝে বুক ঠেকিয়ে ,
আঁকব শুধু ছবি ,
পাখির ডানায় লিখে দিব -
" শূন্য এখন সবই ! "
**
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৮:০১