আসসালামু আলাইকুম,
ইনশাআল্লাহ্ ভারতের প্রখ্যাত দাঈ মাওলানা কালীম সিদ্দীকি [দা.বা.] বাংলাদেশে আসছেন। উনি মাওলানা আবুল হাসান নদভী র. এর খলীফা। ২১শে ফেব্রুয়ারী থেকে ২৭শে ফ্রেব্রুয়ারী পর্যন্ত হযরতের বাংলাদেশ সফর ইনশাআল্লাহ।
মাওলানা কালিম সিদ্দিকী (দা. বা.) –এর বাংলাদেশ সফরের পূর্ণ কর্মসূচি নীচে দেয়া হলঃ
২১ ফেব্রুয়ায়ী, শুক্রবার রাতে ঢাকায় বিমান যোগে অবতরণ, সেখান থেকে সরাসরি বাস যোগে সিলেট গমন।
২২ ফেব্রুয়ারী, শনিবার (সিলেট)
বাদ যোহর দরগা মাদ্রাসায় প্রোগ্রাম, বাদ আসর কাজিরবাজার মাদ্রাসায় প্রোগ্রাম। রাতে ট্রেন যোগে চট্টগ্রাম রওয়ানা হবেন।
২৩ ফেব্রুয়ারী, রবিবার (ফেনী ও চট্টগ্রাম)
(ফেনী) সকালে যাত্রা বিরতি করবেন ফেনী জামিয়া মাদানিয়া মাদ্রাসায়।
(চট্টগ্রাম) সেখান থেকে গাড়িতে সরাসরি যাবেন চট্টগ্রাম দারুল মা'আরিফ মাদ্রাসায়।
বাদ জোহর প্রোগ্রাম হাটহাজারী মাদ্রাসায়।
বাদ আসর পটিয়া মাদ্রাসায়।
রাত্রিযাপন মাদানী একাডেমি।
২৪ ফেব্রুয়ারী, সোমবার (ঢাকা,ময়মনসিংহ ও বগুড়া)
বিমানযোগে ঢাকা। বিমান বন্দর থেকে দারুল উলুম টঙ্গিতে সকালের নাস্তা।
সেখান থেকে ময়মনসিংহ। বাদ জোহর ময়মনসিংহ বড় মসজিদে বয়ান। সেখান থেকে মাদানী খানকে খুসুসী বয়ান।
রাতে বগুড়া গমন ও জামিল মাদ্রাসায় রাত্রি যাপন ও বাদ ফজর বয়ান।
২৫ ফেব্রুয়ারী, মঙ্গলবার (বগুড়া ও লালমনিরহাটে)
জামিল মাদ্রাসায় (বগুড়া) বাদ ফজর বয়ান শেষে সেখান থেকে বাস যোগে লালমনিরহাট গমন। লালমনিরহাটে বিকাল পর্যন্ত জামিয়া রহিমিয়া, জামতলায় মাহফিল।
বিকালে মিশনারী আক্রান্ত এলাকায় কিছু মক্তব পরিদর্শন।
রাতে ট্রেন যোগে ঢাকা ফেরত।
২৬ ফেব্রুয়ারী, বুধবার (ঢাকা)
নাস্তা আকবর মসজিদ কমপ্লেক্স মিরপুর-১।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা প্রোগ্রাম আরজাবাদ মাদ্রাসা।
বাদ আসর বয়ান কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসা।
বাদ এশা জামিয়া রহমানিয়া সাত মসজিদ।
এরপর মধ্য রাত পর্যন্ত মাহফিল হাজারিবাগ।
২৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার (ঢাকা)
খুব ভোরে মুফতি জাকির সাহেবের মাদ্রাসা, তিকরপুর নবাবগঞ্জ।
বাদ জোহর মুফতি শফিক হুজুরের মাদ্রাসা, জামিয়া ইব্রাহিম (আ.) সাইন বোর্ড।
বাদ মাগরিব মালিবাগ মাদ্রাসা।
এরপর মধ্য রাত পর্যন্ত মাহফিল মারকাজুল উলুম, মান্ডা, মুগদা।
২৮ ফেব্রুয়ারী, শুক্রবার (ঢাকা)
সকাল ৮টায় বয়ান বেফাক বোর্ড।
বাদ জোহর দাওয়াহ ইনস্টিটিউট, মান্ডা।
বাদ আসর জামিয়া মাদানিয়া, বারিধারা।
এরপর বাবুস সালাম মাদ্রাসায় বয়ান ও বিশ্রাম।
রাতে বিমান যোগে ভারত ফেরত যাবেন।
সূচিতে কোনো পরিবর্তন আসলে যথা সময়ে জানানো হবে ইনশা আল্লাহ।
হযরত মাওলানা কালিম সিদ্দিকী (দা. বা.) একজন বিশিষ্ট দাঈ। তার হাতে কত শত-হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন তার কোন হিসাব আমাদের কাছে নেই। বাবরি মসজিদ যারা ভেঙ্গেছেন তাদের অন্যতম কট্টর হিন্দু নেতা তার হাতে ইসলাম গ্রহণ করেছে..আরো কত! youtube-এ উনার কিছু video bayanআছে। "ঈমান জাগানিয়া ঘটনা" নামে এই পর্যন্ত ৫ খন্ড অপূর্ব ঈমান বৃদ্ধিকারী ঘটনা সমৃদ্ধ বই বাংলায় পাওয়া যায় যা (মাওলানা সাথে সংশ্লিষ্ট) ঐ রকম অনেক ঘটনার বিস্তারিত বর্ণনা সম্বলিত।
মাওলানা কালীম সিদ্দীকি বিস্ময়কর এক ব্যক্তি। আল্লাহ্ তায়ালা উনার হায়াতে বরকত দিন! উনার ফায়দা আমরা গ্রহণ করতে পারি, সেই জযবা নিয়ে দ্বীনের কাজ করতে পারি সেই তৌফিক দিন! আমীন।
কিছু ওয়েবলিঙ্ক দেয়া হল, সময় পেলে দেখার অনুরোধ থাকল-
# collection of interviews with newly converts to Islam with their extra ordinary experiences: http://windsofislam.blogspot.com/
# Site for different languages: http://phulat.blogspot.com/
# For short biography of Hazrat [d.b]:http://www.sunniforum.com/forum/showthread.php?55074-Maulana-Kaleem-Siddiqui-(db)