ইন্টারনেটে কি সেন্সরিং চলে । আমরা সবাই জানি যে একেবারেই চলে না । সামহোয়্যারইন ব্লগে যে কমেন্ট আটকানোর ব্যবস্থা হয়েছে তা দিয়ে কি লাভ হবে আমি জানি না । এটা অনেকটা সেই খরগোশের মত যে শিয়ালের তাড়া খেয়ে নিজের চোখ বুজিয়ে ভেবেছিল যে শিয়াল আর তাকে দেখতে পাবে না । কোন পোস্টের পক্ষে এবং বিপক্ষে যে কমেন্ট পড়ে তা তো আমার মনে হয় এই ব্লগের অন্যতম আকর্ষনের বিষয় । আর কেউ যদি আজে বাজে কমেন্ট করতে চায় তবে সে তো রোজ রোজ নতুন করে একটা আই ডি বানিয়ে আজে বাজে কমেন্ট করতেই পারে ।
আর তাছাড়া আমার মনে হয় এত ব্লগ পিছু ভিজিটও অনেক কমে যাবে । কারন এটা একটা সাধারন প্রবণতা হবে যে যাকে ব্লক করা হয়েছে সে সেই ব্লগে ভিজিট করার আকর্ষন অনেকটাই হারাবে ।
যেমন সাম্প্রতিক সময়ে কাউয়া নিতাই এবং আলীর মধ্যে যে কমেন্ট যুদ্ধ চলেছিল তাতে আমার মনে হয় অনেকেই মজা পেয়েছেন । কিংবা ধরুন ত্রিভুজ যদি রাসেল (....) কে ব্লক করে তাহলেও আমরা অনেক উত্তেজক মন্তব্য থেকে বঞ্চিত হব । এগুলি যে এই ব্লগের একটা অন্যতম আকর্ষনের বিষয় ছিল এবিষয়ে অনেকেই একমত হবেন । যেটা সত্যি কথা হল কেউই সমাজ উদ্ধারের জন্য ব্লগ করে না । সবাই করে নিজের অলস সময় কাটানোর জন্য বা কিছুটা বিনোদনের জন্য । তবে এটা ঠিক এর মাধ্যমেও অনেক ভাল কাজ হয়েছে । যেমন আমি জুয়েলের ব্লগ থেকে অনেক কিছু টিপস পেয়েছি ।
তাই আমার মনে হয় কমেন্ট ব্লকিং একটা অপ্রয়োজনীয় বিষয় এবং ৯৯% ব্লগারই এটা কখনো প্রয়োগ করবেন না । বরং ব্লগাররা এক একটা কমেন্টের জন্য মুখিয়ে থাকেন । কেউ তার সময় খরচ করে আমার ব্লগ পড়ছে এবং সে বিষয়ে মতামত দিচ্ছে তার থেকে আনন্দের বিষয় আর কি থাকতে পারে । যদি সে মতামত আমার বিপক্ষে যায় তাও । কাস্টমাইজ হোমপেজও আমার মনে হয় ব্লগ প্রতি ভিজিট অনেকটাই কমিয়ে দেবে ।
ব্লগস্পটে যেমন পুরোপুরি ভাবে কমেন্ট বন্ধ করা যায় কিন্তু কোন একজন ব্লগার কে আটকানো যায় না । আমার বক্তব্য হচ্ছে হয় সবাইকে আটকান নাহলে কাউকে আটকাবেন না । যারা আমার পক্ষে তাদেরকে কমেন্ট করতে দেব আর যারা আমার বিপক্ষে তাদের আটকাবো এ কেমন কথা । এটা তো একনায়কতন্ত্রের মতো কথা । আমি যদি আমার ব্লগে মত প্রকাশের ১০০% স্বাধীনতা পাই তাহলে আমার ব্লগ যারা পড়ছে তাদেরও মত প্রকাশের ১০০% স্বাধীনতা দিতে হবে ।
আর এই ব্যবস্থা আরও একটা প্রশ্ন তুলবে তাহলে তো ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেসে ব্লগিং করলেই হয় । কারও কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করতে হবে না । অনেক স্বাধীন ভাবে ব্লগিং করা যাবে । নিয়ম কানুন মেনে কি ব্লগিং হয় ....আমার জানা নেই । ইন্টারনেট তৈরি হয়েছে বাঁধন ছেঁড়ার জন্য বাঁধন তৈরির জন্য নয় ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০