
গত কয়েকদিন ধর ওদের সিস্টেম মনে হয় ক্রাশ করছিল। এর মধ্যে একদিন আমি P2 লিখে SMS পাঠাই। কিন্তু কোন ফিরিতি মেসেজ না পেয়ে ওদের কাস্টমার কেয়ারে ফোন দেই।
ওরা বলল আমার প২ অর্থাৎ ২৪ ঘন্টা আনলিমিটেড প্যাকেজ চালু আছে। সিউর হবার জন্য আবার ২ ঘন্টা পরে ফোন দেই। ওরা একই কথা বলে। ৪দিন পরে হঠাৎ আমার নেট ডিসকানেক্ট হয়ে যায়।


কিন্তু আমি তো ২৪ ঘন্টা নেট চালাইছি। তাই p1 এর হিসাবে বাদবাকি সময় টাকা কাটছে। কন ক্যামন লাগে??




আমার আবার ভুয়া ঠিকানা দিয়া পোস্টপেইড সিম কেনার অভ্যাস!








এদিকে আজ ৪৮০টাকা দিয়া নতুন একটা সিম কিনা আনলাম। (((এইটাও ভুয়া ঠিকানায়)))


এবারে আপনারা কন বাঁশ খাইল কেডা??????