
আমাদের অনেকেই লো কনফিগারেশনের পিসি ইউজ করি। আর অন্য কারও হাই কনফিগারেশনের পিসি দেখে দীর্ঘশ্বাস ফেলি।


দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করেন। এই লন জটিল একখান মাল- আপনাগো লাইগা বানাইয়া দিলাম।

"C i 7 shuvo.exe" নামে একটা ফাইল পাবেন। ওইটাতে একটা ডাবল ক্লিক করলেই কেল্লা ফতে!! অর্থাৎ আপনার পিসি কোর আই সেভেন হইয়া গেছে।



বিশ্বাস হয় নাই??




কাজ না হলে নগদে মূল্য ফেরত।




ফাইলটার সাইজ মাত্র ২ মেগাবাইট। নিচের যেকোন একজায়গা থেকে ডাউনলোড করে নেন:-
http://www.mediafire.com/?51967t59746ps9e
অথবা,
http://jumbofiles.com/gtw71tbr2w0j/C i 7 Shuvo.rar.html
কোর আই সেভেন পিসি ইউজ করতে করতে যদি বোড় (!) হইয়া যান এবং আপনার অরিজিনাল পিসির কনফিগারেশনে চইলা যাইতে চান, তাইলে ছোট্ট একটা কাজ করতে হইব।
তা হইল- সোজা এইখানে ঢুইকা পরেন- C:Documents and SettingsAll UsersStart MenuProgramsStartup
এখানে দেখেন "" gg "" নামে একটা ফাইল আছে। ওইডারে নগদে ডিলেট মাইরা পিসি রিস্টার্ট দেন। তাইলেই আগের পিসি কনফিগারেশন ফেরত পাইবেন। বুঝলাম আপনি কোর আই সেভেন চালানোর যোগ্য না।


নোটঃ- যাগো আলরেডি কোর আই সেভেন আছে, তারা যদি নিজেগো পিসি পেন্টিয়াম ৪ বানাইতে চান, তাইলে আমারে মেইল দেন। কাম হইয়া যাইব।



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
সবশেযে আমার আগের টিউনের বিজ্ঞাপনঃ-
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) এর বর্তমান ও ভবিষ্যতের যেকোন ভার্সন মাত্র এক ক্লিকে আজীবনের জন্য ফুল ভার্সন করে নিন!! (লাইফটাইম ক্রাক)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
#### এটি উইন্ডোস এক্সপিতে টেস্টেড এবং ১০০% Working. Win7 or Vista তে কাজ করবে কিনা সিওর না। নিজেই যাচাই করে নিন।