শেয়ার বাজার একটি খুব স্পর্শকাতর বাজার। যেকোন ধনাত্মক অথবা ঋণাত্মক খবর একটি কোম্পানির শেয়ারের দাম প্রভাবিত করে থাকে। বিনিয়োগকারীর authentic news এবং তথ্য নিয়মিতভাবে সংগ্রহ করা উচিত।
সফল বিনিয়োগকারী rumorsএর সঙ্গে কখনও বিনিয়োগ করে না।
কেবল gamblers rumorএর সঙ্গে বিনিয়োগ করে .
আসুন দেখুন
তথ্য সংগ্রহ করতে হয় কিভাবে
Read business related newspaper
ব্যবসা সংবাদপত্র পড়ুন
Financial Express
Daily Sharebiz
Prothom Alo
Kaler Kontho
JAI JAI DIN
Ittefaq
Any business and economic page of a newspaper
ট্রেডিং চলাকালিন DSE News box eey company price sensitive news scroll হতে থাকে।
DSE News সবচাইতে Authentic. ভালো EPS declaration Good dividend Right share Preference share etc all kind of price sensitive news are first available in DSE news box.
নিয়মিত EKushey TV দেখুন।
ব্রোকার হাউসের অফিসার এর সাহায্য নিন নিউজ নিয়ে সন্দেহ থাকলে।
সাধারনত
ভালো EPS declaration এর নিউজে শেয়ার এর দাম বাড়ে।
ভালো ডিভিডেনড এর নিউজে দাম বাড়ে।
কোম্পানির আথিক লাভ হতে পারে কিনবা সুনাম বাড়তে পারে এমন যে কোন নিউজে সে কোম্পানির শেয়ার এর দাম বাড়ে।
প্রিফারেন্স শেয়ার এর নিউজেও দাম বাড়তে থাকে।
কোম্পানির সম্পদের পরিমান বারলেও শেয়ার এর দাম বারতে দেখা যায়।
কিন্তু কোম্পানির নিউজ ছাড়াও SEC err News eey
পুরু শেয়ার মার্কেট কিনবা কোনো সেক্টর এফেক্টেড হতে দেখা যায়।
যেমন ৪০ PE err uporey margin loan দিয়া হবে না।
যেমন ১০০ টাকার শেয়ার গুলোকে ১০ টাকাই রুপান্তর করন
সুতরাং শেয়ার ইনভেস্টরদের সব সময় নিউজ এর দিকে চোখ রাখতে হয়।
এর কোনো বিকল্প নেই।
কিছুদিন আগে MEgna cement err positive news এ দাম বেড়ে গেল বহু গুন।
শুভ হোক আপনার ইনভেস্টমেন্ট।
ভালো মৌলভিত্তির শেয়ার সঠিক সময়ে কিনুন।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩৩