অনেক দিন ধরে ব্লগ পড়ি।
মূলত "নাফিস ইফতেখার" ও "তামিম ইরফান" এর ব্লগ পড়ে আগ্রহ জন্ম নেয়।
অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম। (এরপর ID, passwrd ভুলে যাই। কিছুদিন আগে পুরোনো মেইল দেখে বের করি)
ইদানীং ভালোভাবে লেখা শুরু করলাম। ব্লগ লেখক হিসেবে নতুন হওয়ায় আগ্রহ একটু বেশি।
এতদিন ঘন্টা'র পর ঘন্টা বসে যাদের ব্লগ পড়তাম, তাদের নাম যখন "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" অংশে দেখি তখন অনেক অনেক ভালো লাগে। (কেমন যেন বিশ্বজয় করা ভাব! )
লেখা শুরু করার ২-১ দিন পর দেখি 'রাগিব' ভাইয়া'র নাম!! খুশিতে আমি আত্নহারা!
তারপর, দেখি
মেঘ বলেছে যাবো যাবো
বাবুনি সুপ্তি
ম্যাভেরিক
কালপুরুষ
রাজসোহান
........
এরকম আরো ভারী ভারী কিছু নাম!
তাদের কমেন্ট পাইনি, তারপরেও খুশিতে পারলে ডিগবাজী দেই!
আহামরি কিছু লিখি না।
কিন্তু জানি, এই ব্লগ লেখা আমাকে খারাপ চিন্তা থেকে দূরে রাখবে, মাদক থেকে দূরে রাখবে, ভাই-বোন-পিতার বয়সী অনেক ব্লগার এর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।
তাঁদের অভিজ্ঞতা আমার জীবনে কাজে লাগাতে পারবো।
কোনো এক ব্লগার এর লেখা পড়ে আমি নিজেই ল্যান করা শিখেছি।
কত মৌলিক গল্প, কবিতা সারাদিন!
কত মুভি আর গানের খবর!
মুভি রিভিউ পড়ে মনে মনে কত মুভি দেখে ফেলেছি এর মধ্যে!
খারাপ অনেক কিছু দেখি। ২য় বার তাকাই না। দেখতে গেলে মনে হ্য়, এই বুঝি ভালো কোনো লেখা এড়িয়ে গেলাম!
লিখতে অনেক সময় লাগে। তারপরও আমি টুক-টুক করে টাইপ করে যাই।
ফেসবুকে বন্ধুদের বলি, "ফেসবুকে আর নোট লিখবো না। আমি এখন ব্লগে লিখি। সেখানে অনেক বড় বড় মানুষ আমার ব্লগ দেখেন।"
তারপর আমি তৃপ্তির হাসি দেই। আমি এখনও হাসছি!