প্রবাস
কতদিন ধরে মোর সুখ নাই বুকে,
দূর এই পরবাসে নিদ নাই চোখে
মা-বাবা ভাই-বোন আর আত্নী্য় কত
সব ছেড়ে কত দূরে যেন ক্রোশ শত!
কতদিন দেখিনা মা'কে নিজ নয়নে
মা বুঝি কাঁদে হায় নিরালায় গোপনে
নিজ মন ব্যাথা আজ কাকে আমি বলি
এ বুকে পাথর বেঁধে যেন পথ চলি
হায় স্বদেশ! কবে পাবো তোমার দেখা
বুক মাঝে জমে আছে কতশত কথা
কাঁদে মোর মন আজ তোমারও তরে
সাধ জাগে ছুটে যাই সব কিছু ছেড়ে
বিরহী মনে আজ তোমায় আমি স্মরি
দেশমাতা তরে তাই এই কাব্য লিখি।
[ক্লাস টেন এ পড়ার সময় লেখা। এখন পড়লে মনে হয় আমার নিজেরই মনে হ্য় "অষ্টদশ শতকের" কোনো কবির লেখা ।
এ কবিতা পড়ার পর আমার এক স্যারের চোখ ছলছল করছিল।
সেই দৃশ্যটা আমার ক্ষুদ্র জীবনের অনেক বড় পাওয়া
মধুসূদন এর ভূত মাথায় ভর করায়, কবিতার ১৪ টি লাইন আর প্রতি লাইন এ ১৪ অক্ষর ]