তুমি হয়ত জানো, ভার্সিটি থেকে যখন বাসায় আসি,
বাসের জন্য আমাকে অনেকক্ষন অপেক্ষা করতে হ্য়।
এরপর ক্লান্তিময় একটা ভ্রমণ,
ঘাম এ সারা শরীর ভিজে যায়,
তৃষ্ণায় গলা শুকিয়ে যায়,
তবু একটু পর তোমাকে দেখবো ভেবে, আমার কোনো কষ্ট হয়না।
আমি জানি, আমাকে দেখার জন্য তুমি পথ চেয়ে বসে থাকো
ঘুম আসতে চাইলেও তুমি আসতে দাওনা।
আমাকে দেখলেই তুমি হাসিমুখ এ বারান্দায় আসো,
আমি তাকিয়ে থাকি তোমার দিকে, আমার মনে তখন আর কোনো ক্লান্তি থাকে না।
তোমাকে কি ধন্যবাদ দিবো, মা? কিছু মনে করবা নাতো? থাক, দিয়েই দেই!
মা, তোমাকে অনেক ধন্যবাদ। প্রতিদিন আমার ক্লান্তি দূর করে দেয়ার জন্য।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৩