-১-
যখন কেউ আমাকে পাগল বলে
তার প্রতিবাদ করি আমি
যখন তুমি আমায় পাগল বলো
তুমি আমায় পাগল বলো
ধন্য যে হয় সে পাগলামি
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য হে
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে
যখন নেশায় আমার রাস্তা টলে
কেউ আমাকে মাতাল বলে
অমনি সোজা চলে যাই দেখিয়ে
সোজা চলে যাই দেখিয়ে
সোজা চলে যাই দেখিয়ে
ভাবছ যা তা নইকো আমি
যখন তুমি আমায় মাতাল বলো
ধন্য যে হয় সে মাতলামি
ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য হে
ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য যে
যখন চোখ ভেসে যায় চোখের জলে
কেউ আমাকে দুঃখী বলে
অমনি হেসে উঠে দেই বুঝিয়ে
হেসে উঠে দেই বুঝিয়ে
সেই অভিনয় কত দামী
যখন তুমি আমায় দুঃখী বলো
ভালো করে কাঁদি আমি
ধন্য আমি ধন্য হে
দুঃখী তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
দুঃখী তোমার জন্য যে
যখন বুকে আমার আগুন জ্বলে
তা বুঝে কেউ আহা বলে
আমি বলি তাকে মিথ্যে কেন
বলি আমি বলি বলি তাকে
বলি বলি তাকে মিথ্যে কেন
বলি তাকে মিথ্যে কেন
হচ্ছো আমার অন্তর্যামী
যখন একটু তুমি আহা বলো
ভালো করে পুড়ি আমি
ধন্য আমি ধন্য হে
পুড়ি তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
পুড়ি তোমার জন্য যে
যখন সব কিছু যায় রসাতলে
কেউ আমাকে ফকির বলে
আমি চেঁচিয়ে বলি কেউ জানে না
আমার কোথায় আছে কি বেনামী
শুধু তুমি যখন ফকির বলো
রসের অতলে যে তলাই আমি
ধন্য আমি ধন্য হে
ফকির তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
ফকির তোমার জন্য যে---------
মান্না দে
- ২-
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ
একদিন গলেও যায়, তবুও তুমি আমার
যদি নায়াগ্রা জলপ্রপাত
একদিন সাহারের কাছে চলেও যায়
তবুও তুমি আমার।
যদি প্রশান্ত মহাসাগরে একফোটা
জল আর নাও থাকে
যদি গঙ্গা-ভলগা-হোয়াংহো
নিজেদের শুকিয়েও রাখে
যদি ভিসুভিয়াস-ফুজিয়ামা
একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়
তবুও তুমি আমার।
যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন
তৃতীয় মহাযুদ্ধও বাঁধে
যদি নিভেও যায় কোনদিন
যতটুকু আলো আছে
ওই সূর্য আর চাদেঁ
যদি সাইবেরিয়ার তুষারে কখনও
সবুজ ফসল ফলেও যায়
তবুও তুমি আমার--------
মান্না দে
-৩-
এত ভালোবেসে তবু
মিটিলোনা সাধ
কতটুকু বলো এ জীবন এ জীবন
কতটুকু বলো এ জীবন
হায়
প্রেম যে অগাধ
প্রেম যে অগাধ
তোমারে যে চেয়েছি
এত কাছে পেয়েছি
মন তবু রয়ে গেল পিপাসী
মনে হয় যেন আরো ভালোবাসি
আরো ভালোবাসি
রাতের তৃষ্ণা
তৃষ্ণা কি মেটে
বুকেতে জল
বুকেতে জল
পা গা মা রে সা নি
পা নি সা রে মা গা রে
রে মা পা নি ধা পা ধা মা পা ন সা রে নি সা
পা ধা মা পা নি ধা মা গা গা রে সা নি সা
আমার এ ভালোবাসা ব্যথার মত
যত সে কাঁদায় লাগে মধুর তত
আমি যেন সৌরভ তুমি যে হাওয়া
তবু যেন সবটুকু হয়নি পাওয়া
এত সুখ তবু কেনো
একটু বিষাদ .....
মান্না দে।