আমার প্রিয় কিছু গানের লিরিক্স... ♥
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শিল্পী-ফাহমিদা নবী .....
আমার মাঝে নেই এখন আমি
সপ্নের সিড়ি বেয়ে স্বগে নামি
যেন অন্যরকম এক ভালবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসী কবি
ভাল লাগে রাত ভাল লাগে চাঁদ
ভাল লাগে রে সবই
ভাল লাগে ফুল কিছু কিছু ভুল
ভাল লাগে রে সবই
ও যে দিকে তাকাই
যেখানে চোখ যায়
যেখানে দেখি তোমায়
লুকোচুরি মন লুকোচুরি সুখ
লুকিয়ে রয় ভাবনায়..
যেন অন্যরকম এক ভালবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসী কবি
ভাল লাগে রাত ভাল লাগে চাঁদ
ভাল লাগে রে সবই
ভাল লাগে ফুল কিছু কিছু ভুল
ভাল লাগে রে সবই ..
শিল্পী: পল বাশা..
ভালবাসার আকাশ
এখানে অসীম নীল
ডানা মেলে
উড়ে যায়
স্বপ্নের গাংচিল,
স্নিগ্ধ সকাল
তার প্রতিক্ষায়
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়...
এ দিগন্ত চোখের সিমানায়
কেও কি ডাকে
নিশ্চুপ গভীর মায়ায়...
লালচে
সন্ধ্যার সেই
মায়াবী সু্খ...
এই জ্যোস্না রাতে
হাত রেখে হাতে
হেটে চলা বহু দূর..
আমিও দু হাত ভরে
মায়াবী
অজস্র ভালবাসায়...
শুনিয়ে আজ
বলছি তোমাকে-
ভালোবাসি তাই
ভালবেসে যাই... ♥
মন মানে না
শিল্পী-নওমী ...
মানে না...মন মানে না
একাকি প্রহর যেন কাটে না......
ঝরালে এ কি মায়ায়
ভাল লাগে না কিছু তুমি হীনা.......
তোমার ছোয়াতে হদয় আলোকিত।
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন বেঁচে থাকার
এই যে কারন..........
তোমার মন আকাশের মত চিল
কোন অজানাতে উড়ে যাব
যেখানে যত দূরে যাই না কেন
তোমারই তো কাছে রব.....
ভাসাবো নিজেকে তোমারই উষ্ণ ছুয়াই
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন বেঁচে থাকার
এই যে কারন..........
সাগরের জল যেমন বাধঁন হারা
নিরবতী চলে ছন্ন ছাড়া
তেমনি তো ভালবেসে যাব...
হব শুধু পাগল পারা।
ভাল বেসে বেসে তোমাতে মিশে যাব
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন বেঁচে থাকার
এই যে কারন..........
মানে না...মন মানে না
একাকি প্রহর যেন কাটে না......
ঝরালে এ কি মায়ায়
ভাল লাগে না কিছু তুমি হীনা.......
তোমার ছোয়াতে হদয় আলোকিত।
তুমি যে আমারই এ জীবন
ভালবেসে যাব সারাক্ষন.....
হদয়েরই সব চেয়ে আপন বেঁচে থাকার
এই যে কারন..........
শিল্পীঃ কনা, হাবিব...
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
এক মুঠো জোনাকি দাও ছড়িয়ে
আলোর চাদরে দিয়ে নাও জড়িয়ে
এক মুঠো জোনাকি দেবো ছড়িয়ে
আলোর চাদর দিয়ে নেবো জড়িয়ে
নিবির পিছুপিছু সাধের কিছু কিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু‘পা বাড়াবো
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু’পা বাড়াবো
করে পাশাপাশি
ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন