এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখের তাকিয়ে থাকা
ওই'তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা
পদ্য টাকে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে
সহজ কৌতূহলের অঙ্কন চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে
বয়স বলে বাড়ছি দেখো মৃত্যু বলে কাছেই আছি
জীবন বলে কোথায় জীবন খেলছি শুধু কানামাছি
বুদ্ধি বলে গোছাও কিছু আখের মার্কা মরীচিকা
ফুরবে সব চিতার কাঠে এইতো জীবন ধেত্তরি আর ধেত্তরিকা
বলতে বলতেই সময় কাটে
বিভক্তিহীন বাঁচতে চাওয়ার ইচ্ছে এখন বেগার খাটে
বেদম বেহাল ইচ্ছেটাকে চলতে চলতে কুড়িয়ে নিলে
সহজ চোখের ছোঁয়ায় তুমি আমার চোখে ফিরিয়ে দিলে
এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখে তাকিয়ে থাকা
ওই'তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা
পদ্য টাকে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে
সহজ কৌতূহলের অঙ্কন চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে
গান: এক মুহূর্তে
শিল্পী: কবীর সুমন