আমি বিলের ধারের সেই পুরোনো “নাম না জানা বৃক্ষ”
যে শত সহস্র ঝড়ের পরেও কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে আজো।
আমি কারো নই, কেউ আমার নয়,
আমি এক নিরব দর্শক! - আমিই সেই আমি।।
উৎসর্গ: - আমার অতি সামান্য লেখাটি উৎসর্গ করছি আমার প্রিয় ভাই ডঃ এম এ আলী ভাইকে। ডঃ এম এ আলী ভাইকে আমি পছন্দ করার অন্যতম কারণ তিনিও একজন “নাম না জানা বৃক্ষ” আমি ডঃ এম এ আলী ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই “রতনে রতন চেনে মানিকে মানিক আর বৃক্ষ চেনে বৃক্ষ”।
কৃতজ্ঞতা: - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:০৮