মৃত্যুপুরী মৃত্যু বাড়ি
একলা আমি শূন্য থাকি
রাত যে হলো ভোর কি হবে
সেই অপেক্ষায় প্রহর গুনি।
ক্লান্ত চোখে প্রহর গুনি
রাত যে হলো অপেক্ষার রাত
রাতের পরে নিশি
নিশির বিষে কান্না হাসি।
কি ভুলে মোর এই তপস্যা
জীবন যে হায় অমাবস্যা।
প্রহর গুনি প্রহর গুনি
হাহাকার নিয়ে প্রহর গুনি
রাত যে আমার সঙ্গ হলি
সঙ্গ কি আর ভঙ্গ করি।
মৃত্যুতেও প্রহর গুনি
মৃত্যুদূতের প্রহর গুনি
মৃত্যুদূতের অপেক্ষায়
জীবনাবসান স্বপেক্ষায়।।
আত্মকথা: - আমি কবি নই লেখকও নই, বয়ষ হয়েছে মাঝে মাঝে সমাজ পরিবেশ নিয়ে কিছু লেখার চেষ্টা করি। আজকে যেই কবিতা লেখার চেষ্টা তাতে পাঁচটি পংতি মালা আছে তা ব্লগের পাঁচজনকে উৎসর্গ করেছি।
ধন্যবাদ, সবাই ভালো থাকুন - ব্যস্ত থাকুন - সুস্থ্য থাকুন।
উৎসর্গ: - ব্লগার ল ভাই, ব্লগার বিজন রয় ভাই, ব্লগার চাঁদগাজী ভাই, ব্লগার ডঃ এম এ আলী ভাই
ও ব্লগার মুক্তা নীল আপা - যিনি ব্লগে দুঃখ লিখতে পছন্দ করেন তবে দুঃখের রঙ তিনি দেখেন নি (হয়তোবা)।
ছবি: গুগল সার্চ ইঞ্জিন
কৃতজ্ঞতা: - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৯