।। সময় ।।
সময় - মুরু প্রান্তরে ছুটে চলা এক পাগলা ঘোড়ার নাম
সময় - তরুনের চকচকে কালো চোখ, আশাহীন এক বৃদ্ধের ঘোলা চোখের নাম
সময় - যৌবনের ঝলমলে কালো চুল, ক্লান্ত পৌঢ় সাদা চুলের নাম
সময় - আফসোস, আমাদের এক পলকের অস্তিত্বের নাম
সময় - প্রচন্ড হাহাকার, এক মুঠো ভাত, এক দুর্ভিক্ষের নাম
সময় - দুর্গম এক অজানা অচেনা পথের নাম
সময় - হতাশা, আফসোস আর বিরামহীন অতীতের কষ্টে ভরা জীবন গল্পের নাম।
সময় - এক অপেক্ষার নাম
সময় - অগ্নি দৃষ্টি ক্রুদ্ধ নয়নে দুর দিগন্তে তাকিয়ে থাকার নাম
সময় - কামার ঘরে লোহা পেটানো শব্দ আর গনগনে অগ্নি শিখার নাম
সময় - ৪০০ বছরের পুরোনো শত্রুতার প্রতিশোধের নাম
সময় - মধ্য রাতে ধারালো অস্ত্র হাতে শত্রুর উপর ঝাপিয়ে পড়ার নাম
সময় - ভয়ন্কর সব চিন্তা একরাতে বাস্তবায়নের নাম
সময় - সময়ের সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার নাম।।
উৎসর্গ: - প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। আমি অত্যন্ত গর্বের সাথে প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইকে আজ “স্বপ্নের জাদুকর” উপাধিতে ভূষিত করে সম্মানিত করছি। সেলিম আনোয়ার ভাই আপনি এই সম্মানিত উপাধি গ্রহণ করে আমাকে কৃতজ্ঞ করবেন।
সেলিম আনোয়ার ভাইয়ের সুন্দর স্বচ্ছ পানির একটি বিল আছে - নাম ডোল্লীর বিল, সেখানে তিনি মাছ ধরেন, খিদে পেলে মাটির চুলোতে দু মুঠো ভাত চড়িয়ে দেন। ক্লান্ত অলস দুপুরে বিলের পাড়ের প্রকান্ড ছাতিম গাছের নিচে ছনের ঘরে মাদুর পেতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। পড়ন্ত বিকেলে কখনো কখনো সবুজ শাড়ী আলতা পায়ে যেনো কাউকে দৌড়ে যেতে দেখেন - ভাবেন এটি হয়তো বিভ্রম! - তিনি স্বপ্ন তৈরি করেন “আমাদের জন্য কবিতা, কথামালা লিখেন”।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪২