জীবন ও জীবিকার প্রয়োজনে শহর থেকে গেছি শহরান্তে দেশ থেকে গেছি দেশান্তরে। মালয়েশিয়া আমার প্রথম যাত্রা ০৬ই জানুয়ারী, ১৯৯৬ । কর্মজীবন ও ব্যাবসা জীবনে ১৯৯৬ থেকে আজ পর্যন্ত মালয়েশিয়াতে আমার যেতে হয়েছে অসংখ্যবার। মালয়েশিয়ার উন্নয়ন সিনেমাকেও হার মানায়, এতো উন্নয়ন, এতো জৌলুস, চাকচিক্য আর এতো দ্রুত লয়ে উন্নয়নের শিখড়ে উঠেছে যে, উন্নয়নের মাপকাঠিতে পৃথিবীর যেকোনো দেশকে আনুপাতিক হারে পেছনে ফেলেছে মালয়েশিয়া অনেক অনেক আগে - এটা আমার বিস্বাস ।
১৯৯৬ সনে বাংলাদেশীদের মালয়েশিয়াতে যেই জীবন যাপন ছিলো আজকের বর্তমান মালয়েশিয়া তাদের অনেক উন্নতি হয়েছে, হয়েছে অনেক পরিবর্তন, লেগেছে আধুনিকতার ছোঁয়া আর একই সাথে হয়েছে ভাষা পরিবর্তন অদ্ভুৎ সেই ভাষা “বাংলা ও ইংলিশ” !!! তবে পরিবর্তন হয়নি তাদের মন মানষিকতা, তাদের ব্যাবহার, ন্যায় অন্যায় বিচার !!! প্রবাসে আয় করার নানা ধরনের মাধ্যম থাকে তবে মালয়েশিয়াতে আয় করার অন্যতম মাধ্যম “ভিসা” মালয়েশিয়া একটি ভিসা প্রধাণ দেশ !!! এই দেশে অন্যান্য পণ্যর মতো ভিসা ক্রয় বিক্রয় হয় খোলা বাজারে, এবং এখানে ভয়ংকর ভাবে জাল ছড়ানো আছে - সকল বাংলাদেশী এই জালে আটকিয়ে আছে অদৃশ্য নয় !!! - দিনের আলোর মতো পরিস্কার দৃশ্যমান ভাবে !!!
আমার দেখা অসংখ্য কর্মী, ছাত্রছাত্রী ও তাদের পরিবার পরিজন মালয়েশিয়া ভ্রমণ করেছে তাদের নিজ নিজ প্রয়োজনে, চাকুরী বা পড়ালেখা শেষ করে কেউ থেকে গেছে কেউবা ফিরে এসেছে বাংলাদেশে। দুঃখজনক হলেও সত্যি যে, মালয়েশিয়া কর্মরত বাংলাদেশী কর্মী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পড়তে যাওয়া বাংলাদেশী ছাত্রছাত্রী দ্বারা ও বাংলাদেশী যারা মালয়েশিয়াতে বিয়ে করে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছে তাদের দ্বারা।
মালয়েশিয়া একটি দ্বীপ রাষ্ট্র। আমি নাম দিয়েছি “রহস্যময় দ্বীপ মালয়েশিয়া Malaysia The Mysterious Island”
চলবে - - -
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২২