FM method বলে একটা জিনিস আমাদের খুব চোখে পড়ে রাস্তাঘাটে। এটা নাকি ইংরেজী শেখার অব্যার্থ পদ্ধতি। সেটা নিয়ে আমার কোন সমস্যা নেই। অনেকেই নাকি ভালই শেখে, যদিও আমার তাতে যথেষ্ট সন্দেহ আছে।
কদিন আগে এই FM Methad শেখার একটা টেক্সট বই আমার হাতে এসেছে। বইটা ওল্টাতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস চখে পড়লো। আমাদের আলোচ্য বিষয় সেটাই।
বইটা ওল্টাতে গিয়ে একটা যায়গায় দেখলাম লিখা যে এই বইয়ের কন্টেন্ট পাঁচবার করে পড়তে হবে। আর তার কারন---
১ মুসলমানদের কলেমা ৫টা।
২ মুসলমানদের ধর্মের স্তম্ভ ৫টা, যথা... কলেমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাত।
৩ নামাজ ৫ ওয়াক্ত।
৪ আমাদের ইন্দ্রিয় ৫টি।
৫ আমাদের প্রতিটি হাতে ও পায়ে ৫টি করে আঙ্গুল থাকে।
৬ ডান হাতের পাঁচটি আঙ্গুল ব্যাবহার করে আরবিইতে আল্লাহ الله লিখা যায়(বুড়ো আঙ্গুলটা বাঁকা করে)।
আমাদের আলোচ্য বিষয় হলো, আমরা এই ৫বার পড়ার পক্ষে আর কি কি কারন খুঁজে বের করতে পারি... শুরু করেন দেখি...!