অনেকদিন ধরে ভাবছি আমার তোলা কিছু ছবি আর সেই ফ্রেমবন্দী মুহূর্তগুলোর কাহিনী তুলে ধরব! সময় আমাকে সেই সুযোগটাই দিচ্ছেনা!....
আজ বিকেলে কাজের ফাঁকে কিছু দিতে ইচ্ছে করছে...কিছু ভ্রমনের, কিছু অলস দুপুরের, কিছু মনমরা শীতে জুবুথুবু গৃহবন্দী সময়ের...মুঠোফোনে তোলা বলে অত প্রফেশনাল লুকিং / রেজোলিউশন আসেনাই !
১।
একদিন দুপুরে হঠাৎ বাসায় চলে এসেছিলাম অফিস থেকে, ছেলের স্কুলবাস আসছিলো নির্জন চেরী ফোটা গাছের তলা দিয়ে...ও মানে, আমার ছেলে আমার আচমকা উপস্থিতিতে খুশি হয়েছিলো!
২।
শীতের কিছু অলসমুহূর্ত, স্নো ম্যানটা আমার ছেলেমেয়ে বানিয়েছিলো গতশীতে!
৩।
একদিন অফিস থেকে ফেরার পথে-- লিটলনেক বে (Little neck Bay), হোয়াইটস্টোন ব্রীজের পাশে পাতাঝরা রুক্ষ গাছের সারি...
৪। "কানাডা ভ্রমন"
কানাডা যাওয়ার পথে--টাপানজীর ব্রিজ পার হচ্ছি..সন্ধ্যা ঘনিয়ে আসছে
কানাডার রাস্তায়--অপরূপ প্রকৃতি!
অপূর্ব নায়াগ্রা...
রাতের নায়াগ্রা... সীমাহীন জল বুকে নিয়ে নায়াগ্রা চলে একা...।
রেইনবো ব্রীজ দুইদেশকে ধরে রেখেছে--নীচে বহমান নায়াগ্রা তার সাক্ষী! কানাডা যাওয়ার পথে, ইথাকার কোন গ্রাম ডাকছিলো আমাদের একটু বসার জন্য! নায়াগ্রার সৌন্দর্য্য এর পাশাপাশি কানাডার বাংগালীদের অপূর্ব আথিতেয়তা !
৫।
আমার একটা প্রজেক্টের জন্য সাইটে গিয়েছিলাম--ফরেস্ট হীলের রাসেল গার্ডেন নামের Historic preseved এলাকায়--অলস দুপুরে তোলা তারই কিছু অক্ষয় স্থাপত্যের মৌন চিত্র!
৬।
ভিডিও গেইমসে আসক্তি কমানোর জন্য ছেলেকে ফুটবল/সকার এ দিয়েছি...আরও ছোট থাকতে ভীষন দৌড়াত, এখন প্রচন্ড অলস, মাসল ছাড়তে সময় লাগবে, বাট কীপ প্র্যাকটিস!
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪০