ছোটবেলার মত এখনও পরীক্ষার পড়ার সময় বারবার ফাঁকি দিতে ই্চ্ছা করে...এই বুড়াকালেও (রীয়েল ম্যাচুরিটি আমার কবে আসবে কে জানে!)
স্কুলে পরীক্ষার আগে আমি ভয়ানক ব্যস্ত হয়ে পড়তাম (না, পড়াশুনা নিয়ে না!)...হয় স্কেচ, নয়ত গাব্রীয়াল গার্সিয়া মার্কেজ, কিংবা ভাসিলি সুকশিন এর তৈরি করা কাল্পনিক জগতে!...ইস্ কি মধুর সেই জগৎ! আম্মার কানমলা না খাওয়া পর্যন্ত সেই mystic মনোজগৎ থেকে বেরিয়ে আসার কোন উপায়ই ছিলোনা আমার!
কিন্তু এখন কানমলা দেবার কেউ নেই!.....বরং আম্মার সাথে ফোনে কথা হলে বলে, থাক, এত পড়ে কি হবে?--বাচ্চা, সংসার, অফিস, আবার পড়া!
.....কানমলা খাওয়ার খুবই প্রয়োজন, পরীক্ষা এগিয়ে আসছে- আমার ব্লগপ্রীতি আর ছাইপাশ আঁকাআকিও বেড়ে যাচ্ছে!
......একটা দিলাম!