অনেকদিন নিজের সাথে যুদ্ধ করে এইমাত্র গতকাল ডিসিশান নিলাম আবার পরীক্ষা দিতে প্রস্তুতি নিব-----Architecture License Exam (7 parts total)!
ব্লগে এই কারনে আসা হয়ত কমে যাবে! (এই বুড়া কালে মাথায় পড়া ঢুকাতে সময় লাগবে বেশি) বহুদিন অন্যের অধীনে (সরকারী অফিসে) কাজ করে ক্লান্ত, এখন নিজের কিছু করার ইচ্ছা ! প্রবলেম হচ্ছে আমেরিকাতে এমনকি Architecture P.H.D. নিলেও License (Registered Architect) না হলে আপনি professionally practice করতে পারবেন না কোথাও! অথচ, বাংলাদেশে আমার সহপাঠী স্থপতী বন্ধুরা কত আগে নিজস্ব ফার্ম দিয়ে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, বিল্ডিং কোড, প্রতিবন্ধী কোডেরও তেমন কোন কড়াকড়ি নেই !(কোন ক্যাচালে যেতে চাইনা, আর ভালো লাগেনা!.. Fire Protection Code নিয়ে দেশের প্রখ্যাত এক সহপাঠী স্থপতীর সাথে তর্ক লেগেছিলো আমার গার্মেন্টে আগুন লাগার ব্যাপারে.....)
যাহোক, দীর্ঘ আর কঠিনতম এই পরিক্ষা গুলোয় যেন উৎরে যেতে পারি আর নিজের এতদিনের practical knowledge কে কাজে লাগিয়ে প্রথম বারের মত কোন অফিস খুলতে পারি ভবিষ্যতে, এ জন্য সবার দোয়া কামনা করছি!!!!!!!!!!!!!