স্বপ্নদোষ
১১/০২/২০১৪
রাতের শেষে ঘুম কে বলি শুভ বিদায়
ঘুম আমায় জানিয়ে দেয়
সকাল আমায় জানিয়ে দেয় , বিদায় নয়
বল ,আরেকটি নিষিদ্ধ স্বপ্ন
আরেকটি অশ্লিন স্বপ্ন
চেতনাহীন মধুর স্বপ্ন
না দেখার ওয়াদা কর ।
কিন্তু ,
স্বপ্ন তোমাকে বলি
স্বপ্নের মেয়ে তোমাকেও বলি ...
স্বপ্ন ,কেমনে রয় বল ,
সে কথা তোমায় না জানিয়ে ?
মেয়ে তুমি যখন বল ,
রবে সারা রাত্রি আমারই সঙ্গ
সঙ্গ , সংলগ্নে ভাসবে প্রেমের জলে
খেলবে উত্তাপ হাওয়ার রঙ্গিন খেলা
ছিঁড়বে বুকের জেগে ওঠা লোম
কামর দেবে কানের লতি বরাবর ...
মেয়ে ,
নিষিদ্ধ স্বপ্ন ,তাতেও তুমি
অশ্লিন স্বপ্ন , তাতেও তুমি
তুমিই তো , নয়ত আর কেউ !
মেয়ে,
এগুলো ভেবে যদি তুমি স্বপ্নে আসো
কখনো মাঝ রাতে , কখনো বাঁ শেষ রাতে
তুমিই তো , নয়ত আর কেউ ??
তাতে দোষ কি আছে ?
দোষ ?? হয়ত বা হতে পারে
এটা আমার তোমাকে নিয়ে দেখা
স্বপ্নদোষ ...
আর স্বপ্ন ,
এটা তো তোমারই দোষ ।
তবুও ,
যত দোষ , স্বপ্নদোষ ।
© Copyright by Rocky Hossain