অজানা পথে হেটে যাওয়া এ ভবঘুরে অনিশ্চিত জীবন, এর সাথে তোমার সুনিশ্চিত সম্ভাবনার জীবন জড়িয়ে পড়া মানেই হল ফুলের পরাগায়ন ঘটা/না ঘটার অনিশ্চয়তা, তারপরও এ উড়নচন্ডী মন চায় শুষ্ক মরুভুমি পেড়িয়ে ছুটে যেতে তোমার কাছে, তোমার ওই মায়াময় চোখের দিকে তাকিয়ে জীবন-তৃষ্ণা মিটিয়ে নিতে।
যেদিন ছিল স্বপ্ন দেখার দিন সেদিন তুমি বলেছিলে তুমি চাওনা কোন অনিশ্চিত আনন্দের দিকে পা বাড়াতে। তারপর, জ়ীবনের গান গেয়ে, অনিশ্চয়তাকে সাথে নিয়ে তুমিই শেখালে জীবনকে তুচ্ছ করে কিভাবে অনিশ্চয়তাকে হুমকি দেয়া যায়। আমি হাসতে শিখলাম, বাঁচতে শিখলাম, কাঁদতেও শিখলাম, শুধু তোমার হাতে হাত রাখার উচ্ছৃন্খল স্বপ্ন দেখে দেখে।
আজ মৃত্যু গোনার দিন। তুমি আজ ভালবাসার আবেগে রুদ্ধশ্বাসে ফুলে ফেপে উঠা আমার অন্তরের, আনন্দে কম্পমান বুকে ছোট্ট একটা সুই ফুটিয়ে দিয়ে, বাঁকা হাসি হেসে চলে গেলে অনেক অনেক দূরে। যে পথ থেকে যন্ত্রনা আসে, যেপথ থেকে সমাপনীর নিদারুন সুর বাজে, তুমি চলে গেলে সেই পথে। যদি শেষের গানই শুনাবে তবে শুরুতে কেন কবিতার উৎসব?