ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ২০১৩ সাল থেকে চালু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের পর্দা নামলো গত সপ্তাহে। চতুর্থ আসরে এবারই প্রথম বিশাল পরিসরে আন্তর্জাতিক উৎসবের রূপ পায় দেশের সর্ববৃহৎ এই তথ্য-প্রযুক্তি মেলা। খোলা চোখে এবারের মেলায় এটাই ছিল বড় চমক যে অনেক মানুষ ‘যাবো, আর ঢুঁ মেরে চলে আসবো’ বলে ভাবলেও কখন যে ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেছে নিজেও টের পাননি!
রাজধানীর কুড়িল বিশ্বরোডস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিয়েছিল দেশি-বিদেশি প্রায় পাঁচ শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান। ১৯ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্বোধনের অনুরোধ জানিয়ে রীতিমত হৈচৈ ফেলে দেয় দেশে উন্নয়নকৃত মানবীয় রোবট ধ্রুব। রোবটটি উন্নয়ন করেছেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থী - ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাকিন সরদার, সৈয়দ দিলশাদ হোসেন, বায়েজিদ আহমেদ ও মো. আছির আহসান। তত্ত্বাবধানকারী ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
রোবটটি ডিজিটাল ওয়ার্ল্ড-এর ইনোভেশন জোনে দেখানো হয়। এই রোবটটি দেখতে সারক্ষণই ভিড় লেগে ছিল সংশ্লিষ্ট হলে। এছাড়াও, এই জোনে বাড়তি আকর্ষণ হিসাবে আরও দেখা মিলেছে উড়ন্ত ড্রোন, ডিবোট নামের রোবটসহ আরও কিছু মজার প্রাযুক্তিক সামগ্রী।
তবে, ডিজিটাল ওয়ার্ল্ডে টেক সমাধানের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল দেশে তৈরি সাইবার নিরাপত্তা পণ্য ‘রিভ অ্যান্টিভাইরাস’ (REVE Antivirus)! মেলার হল ফোরের ওয়াকওয়ে ধরে হেঁটে যাওয়ার সময় যখন একঝাঁক তরুণ ‘হ্যালো স্যার, দিস ইজ রিভ; বাংলাদেশী অ্যান্টিভাইরাস’ বলে স্বাগত জানিয়েছিল, তখন অনেককেই দেখলাম থমকে যেতে। “বাংলাদেশী অ্যান্টিভাইরাস?” সন্দিহান চোখে এগিয়ে গেলেও অবাক হতেই হলো হাতে জলজ্যান্ত বাংলাদেশী সাইবার নিরাপত্তা পণ্য দেখে! অবাক না হয়েই বা উপায় কী? চিরায়ত অ্যান্টিভাইরাসের কমন সব ফিচার তো আছেই, তার উপর গ্যারান্টি পিসি কখনোই স্লো করবে না... এখানেই শেষ নয়, প্রাযুক্তিক জিনিসপত্রে যেখানটাতে সাপোর্ট নিয়ে সবচেয়ে বেশি সমস্যা সেখানে রিভ অ্যান্টিভাইরাস দিচ্ছে ২৪/৭ লাইভ চ্যাট সাপোর্ট এবং যেকোনো সমস্যায় প্রয়োজনে দ্রুততম সময়ে রয়েছে অন দ্যা স্পট সাপোর্ট টিম! দারুণ – না বলে উপায় আছে?
শুধু তাই নয়, অন্যান্য অ্যান্টিভাইরাসের ব্লকিং ফিচারের বাইরে গিয়ে রিভ অ্যান্টিভাইরাসের বিশেষত্ব হচ্ছে উন্নত প্যারেন্টাল কন্ট্রোল ফিচার – যা ব্যবহারকারীকে দেয় ঘরে-বাইরে যেকোনো জায়গা থেকেই নিজের পিসি/ল্যাপটপ নিয়ন্ত্রণের পরিপূর্ণ সুবিধা। এর ফ্রি ‘রিভ মোবাইল সিকিউরিটি’ দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সুরক্ষাসহ রয়েছে হারিয়ে গেলে বা চুরি হলেও লোকেশন ট্র্যাকিংসহ রিমোট অ্যালার্ম, ডাটা ওয়াইপিংসহ চমৎকার সব আধুনিক ফিচার। বাংলাদেশী এই অ্যান্টিভাইরাস নিয়ে আগ্রহীরা http://www.reveantivirus.com ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন খুঁটিনাটিসমূহ।
মেলার অন্যান্য চমকের মাঝে উল্লেখযোগ্য প্রথমবারের মতো মাইক্রোসফটের অংশগ্রহণ। ডিজিটাল ওয়ার্ল্ডের একটি সেমিনারে ‘প্রযুক্তি ও বাংলাদেশ’ নিয়ে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ ৬ কর্মকর্তা বিশদ আলোচনা করেন। ডিজিটাল ওয়ার্ল্ডের আরেক চমক - তরুণ শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য সফটওয়্যার শোকেসিং জোন, ই-গভর্নেন্স এক্সপোজিশন জোন, মোবাইল ইনোভেশন জোন, ই-কমার্স এক্সপো জোন, স্টার্টআপ জোন, গেমিং জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট এসব সেমিনার। এছাড়াও মেলায় মিনিস্ট্রেরিয়াল কনফারেন্স নামে সাত দেশের মন্ত্রীদের নিয়ে একটি সভা হয়। এতে অংশ নেন নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ‘সুরেন্দ্র কুমার কার্কি’, উগান্ডার আইসিটি ও ন্যাশনাল গাইডেন্স মন্ত্রী ‘ন্যানতাবা আইদা আরিস’, ভূটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ‘লিওনপো ডি এন ডুনগায়েল’, সুরিনামের পরিবহন এবং যোগাযোগ মন্ত্রী ‘আনদোজো রুশল্যান্ড’, ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ‘হোয়াং বিন বাও’ ও মালদ্বীপের অর্থ প্রতিমন্ত্রী ‘মোহাম্মাদ আশমালী’।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:১৯