‘নববধূ আসিতে দিশেহারা খুশিতে/ নাই বুঝি ভবে আর কেউ/ আদরের বউ
হায় সোহাগী বউ/ আরে ও লক্ষ্মী বউ’
মাস খানেক আগের ঘটনা, হুট করে শোনা যায় একসঙ্গে বেশ কিছু ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তাঁদের অজ্ঞাতেই টাকা লোপাট হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার। অবশ্য, এর পরের সপ্তাহেই এ ঘটনার একসঙ্গে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবারের মতো পুনরাবৃত্তি ঘটে।
সাথে আরও জানা যায়- না, কেউ কারো সই নকল করে বা জোর করে ধরে বুড়ো আঙ্গুলের ছাপ নিয়ে এ ঘটনা ঘটায়নি! আসলে তাঁদের ক্রেডিট কার্ড হ্যাকড হয়েছিল। বাজারে পত্রিকা পড়ে জেনে আসা স্বামী আতর আলীর মুখে শুনে আজকাল আমাদের গ্রামের রামিছা বিবিও দুপুরের কাঁথা সেলাইয়ের আসরে শহরের লোকদের নির্বুদ্ধিতার গল্প করে, "কি আজিব, পোলাপান বলে এখন রাস্তাঘাটে টিনের বাক্সায় টাকা রাখে! তো তাগো টাকা মাইর যাইবো না তো কী আমার সিন্দুক খোয়া যাইবো!!"
আসলেই, এবার প্রমাণিত হলো যা রাস্তার মোড়ে মোড়ে যে সব এটিএম (ATM - Automated Teller Machine) থেকে আমরা টাকা তুলি সেসব আসলে মুড়ির টিনের মতোই, চাইলেই যে কেউ যখন খুশি খুলতে পারে, নিতে পারে!!!
ঘটনার সময়েই আমরা ‘কার্ডিং’ (এটিএম কার্ড হ্যাকিং) নিয়ে পোস্ট দেবো ঘোষণা দিলেও সেজন্য পর্যাপ্ত পড়াশোনা বিশেষ করে একটি কার্ড হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে গিয়ে বেশ খানিকটা দেরী হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
দেরীর মাশুল হিসেবে এবারের পোস্ট ম্যাগির মতো মাত্র দুই মিনিট সময়সাপেক্ষ পোস্ট: বিষয় না, নূতন বউকে নিয়ে ঘোরাঘুরি একটু বেশি করাটা দোষের না, কিন্তু ওই যে কথায় বলে না- একটু দেখেশুনে চলতে হয়।
কার্ডিং তথা মধ্যবিত্তের নূতন বউ ক্রেডিট কার্ড হ্যাক নিয়ে ভয়ের কিছু নেই! এটিএম থেকে টাকা তোলার আগে মেশিনটা একটু টোকা দিয়ে দেখতে হবে (যদি দেখেন নম্বর প্লেটটা নড়ে-টড়ে, একটু হেঁটে হলেও পরের বুথে যান বা সেদিনের মতো টাকা নয়তো না তুললেন!), যেখানে-সেখানে কেনাকাটায় কার্ড থেকে বিল দেবেন না (ব্র্যান্ড শপ ছাড়া কার্ডে বিল – কখনোই না!) এবং কোনো কারণে আপনার কার্ডের প্রেক্ষিতে এসএমএস নোটিফিকেশন চালু না থাকলে আজই সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে চালু করে নিন।
এছাড়াও, এখনই আপনার কার্ডটি বের করে মুখস্ত করে নিন তার নম্বর, যে কোনো সময় আপনার অজ্ঞাতে টাকা খরচের মেসেজ পাওয়ামাত্র হেল্প লাইনে ফোন দিয়ে কার্ডটি ইন্যাকটিভ করে দিন। আপনার সাইন ছাড়া যে টাকা খরচ হবে তার দায় ব্যাংক আর উক্ত পজ (যে মেশিন থেকে কার্ড দিয়ে বিল নেয়া হয়) কেন্দ্রের।।
আজকের পোস্ট এখানেই সমাপ্ত... মেঘলা দিন, যান নাকে তেল দিয়ে রেস্ট নিন!
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭