শিরোনাম ধরে আগানোর আগে দুঃখ প্রকাশ করছি অনাকাঙ্ক্ষিত দেরীর জন্য, যথাসময়ে বিজয়ী তালিকায় নাম এলেও ঠিকানাসংক্রান্ত জটিলতায় ৭ম বাংলা ব্লগ দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় টেক সমাধানের পুরস্কারটি হাতে পেতে দেরী হয়ে যায়। এরপর আরও কিছুটা দেরী হয় আগের একটি পোস্টের ধারাবাহিকতায় নতুন পোস্টটি দিতে গিয়ে।
তবে, তাই বলে আনন্দের কিন্তু কোনো কমতি ছিল না! লেখালেখি শুরু করেই বিশ্বব্যাপী বাংলা কমিউনিটি’র সবচেয়ে বড় ব্লগিং প্ল্যাটফর্ম থেকে স্বীকৃতি পাওয়া – সত্যি অসাধারণ অভিজ্ঞতা। ধন্যবাদ।।
ধন্যবাদ সামহোয়্যারইন... ব্লগ কর্তৃপক্ষ ও টেক সমাধান সংশ্লিষ্ট সবাইকে। টেকি বিষয়গুলো এমনিতেই একটু জটিল, তার উপর এসব লেখা ‘মজার’ করে তুলতে নানা গল্প-কথা ফেঁদে পোস্টগুলো বেশ বড় করে ফেলার পরও যারা নিয়মিত সময় নিয়ে পোস্ট পড়েন – তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
কখনও নায়ক জসিম, আবার কখনও রিয়েল লাইফ জোকস – এসব মিলিয়ে টেক সমাধান পোস্টগুলো পড়তে মজা হলেও তা নিয়ে করার মতো আসলে কোনো কমেন্ট থাকে না - জানি! তারপরেও যারা একেক পোস্টে একেকভাবে নিয়মিত ভালো লাগা জানিয়ে উৎসাহ দেন তাঁদের জন্যও ভালোবাসা।
সামু-তে টেক সমাধানের প্রথম লাইকার যান্ত্রিক, প্রথম প্রিয় পোস্ট করনেওয়ালা গেম চেঞ্জার, প্রথম কমেন্টদাতা (অভিনন্দন ক্যাটাগরি) সুমন কর আর প্রথম সমালোচক কাল্পনিক_ভালোবাসা - তাঁদের জন্য স্পেশাল ভালোবাসা।।
একদম শুরুতে টেক সমাধান ‘এই, সেই’ অনেক কিছু নিয়ে মেতে থাকবে ভাবলেও হঠাৎ হঠাৎ দেখা যায় কোনো টপিকই খুঁজে পাওয়া যাচ্ছে না – এক্ষেত্রে খুব কাজে লাগে বিভিন্ন কমেন্টে, ফেইসবুক পেইজে করা প্রশ্নগুলো! জয়তু আইডিয়া দেনেওয়ালা বন্ধুরা!!
... আসলে কিছুই করা হয়নি এখনও। লিখেই বা আদৌ কতটুকুই আর করা যায়? তবুও চেষ্টা অন্তত দৈনন্দিন জীবনের একটা অংশ নিয়ে কিছু মানুষের ঝামেলা দুর করার।
ভালো থাকবেন, ভালো রাখবেন। ব্লগিং হউক আনন্দের।।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০