(সুপ্রিয় পাঠক, আমরা আনন্দিত। ৭ম বাংলা ব্লগ দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় টেক সমাধানের বিজয়ের অংশীদার আপনিও! অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।।)
২০১৬ সালের ঊষালগ্নে কেউ নায়ক অনন্ত-এর মতো কলিজাসদৃশ্য কিছু হাতে নিয়ে ‘ভাই, রোজ সকালে আমার ঘুম ভাঙ্গে মোরগের ডাকে’ বললেও কেন জানি বিশ্বাসযোগ্য মনে হয় না! কারণ আসলে আর কিছু না – টেকনোলজি!!
অ্যালার্ম ঘড়ি, মোবাইল এসবের কথা ভাবছেন তো?
তাহলে শুনুন - টেক সমাধান ফেইসবুক পেইজে সেদিন একজন আমাদের মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছেন 'কীভাবে অ্যালার্ম সেট করলে তা কম্পিউটার বন্ধ থাকলেও কাজ করে' - ঘুমের কথা রেখে এবার তাহলে অনুমান করুন অন্যান্য সেক্টরের অবস্থা!
আসলে, আমরা, বিশেষ করে এই প্রজন্ম তো সারা দিনমান ডুবে আছি প্রযুক্তিতেই। যত গোলমাল শুধু ওই 'কোথাও কোনো সমস্যা বাঁধলে' আর কি! তখন হয় দৌড়াও মেকারের কাছে, আর নয়তো ফেলে দাও অবস্থা।
সমাধান খুঁজতে ‘গুগল’ করবেন... ইংরেজিতে অনেক ভালো ভালো সমাধান থাকলেও কেন জানি মাথার ‘উপ্রে’ দিয়ে যায়, আর বাংলা টেকি ব্লগগুলোতে ঢুঁ মারলে শুধু পাবেন 'অমুক অপারেটর হ্যাক করে চালান ফ্রি ইন্টারনেট' বা 'তমুক সফটওয়্যারের ক্র্যাক ফাইল (তাও আবার ইনভেলিড) নামাবেন কীভাবে' এসব - মানে কাজের জিনিস একটাও না।
আসলে এই আক্ষেপ থেকেই টেক সমাধান-এর পথচলা শুরু। ৯ জুলাই ২০১৫, তারিখটা মনে রাখতে পারেন (৬ মাস পরে উইশ করতে হবে না?)। প্রথম টপিক হিসেবে বেছে নেয়া হয় এখনকার সময়ের সবচেয়ে বড় শঙ্কা – সাইবার নিরাপত্তা।
আমাদেরকে ভাবনায় ফেলেছিল দ্যা ডেইলি স্টারের একটি প্রতিবেদন - গেল বছর বাংলাদেশ পুলিশ ও একটি বেসরকারি ব্যাংকের ওয়েবসাইটসহ হ্যাক হয়েছে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি ওয়েবসাইট। আরেক প্রতিবেদনে জানলাম - বিটিআরসিতে জমা হয়েছে এক হাজারেরও বেশী ফেইসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইমেইল আইডি হ্যাক হওয়ার রিপোর্ট।।
তেমন বড় কিছু তো না – সামান্য একটু সচেতনতা আর পাঁচ বা সাতশো টাকার একটি এন্টিভাইরাস – আহারে!
বাসা কিংবা কাজের ক্ষেত্র – যেখানেই থাকুন না কেন এই যুগে একটি কম্পিউটার বা স্মার্টফোন ছাড়া আপনি একপ্রকার অচলই বলা চলে। কিন্তু, জানালা খোলা থাকলে যেমন আলো-বাতাসের পাশাপাশি মশা-মাছি বা অন্যান্য কীট-পতঙ্গ আসে - তেমনি কম্পিউটার বা স্মার্টফোনও কিন্তু আপনার জীবনযাত্রা সহজ করার পাশাপাশি নীরবে খুঁড়ে চলে বিশাল এক গর্ত! একটু অসচেতন হলেই তাতে খোয়া যেতে পারে মান-সম্মান, অর্থ-সম্পদ এমনকি হুমকির মুখে পড়তে পারে আপনার বা আপনার কাছের মানুষদের জীবন।
উপরের ভাবনা থেকে 'ভাইরাস: আপনার শত্রু, হ্যাকারের বন্ধু' শিরোনামে প্রথম পোস্টটি প্রকাশ করা হয় ১০টি ভিন্ন বাংলা ব্লগ কমিউনিটিতে যা আজ পর্যন্ত পড়া হয়েছে ৩০ হাজারেরও অধিকবার।
একই সময়ে ‘টেক সমাধান’ নামে একটি ফেইসবুক পেইজ খুলেও সেখান থেকে আমরা শুরু করি সচেতনতামূলক বিভিন্ন পোস্ট শেয়ার করা – পাশাপাশি বিভিন্ন সময় সামহোয়্যারইনব্লগ-এর নিজস্ব ফেইসবুক পেইজ থেকেও আমাদের কিছু পোস্ট শেয়ার করা হয়।
সুহৃদগণ জেনে নিশ্চয়ই খুশি হবেন যে এসবের ধারাবাহিকতায় মাত্র সাড়ে পাঁচ মাসে আমাদের দেয়া ১৬টি পোস্টের প্রত্যেকটি গড়ে পড়া হয়েছে ন্যূনতম ২০ হাজার বার করে, আর আমাদের প্রথম প্ল্যাটফর্ম সামহোয়্যারইনব্লগ-এ আমাদের ব্লগটি এ পর্যন্ত ভিজিট করা হয়েছে ৪৩ হাজার বার।
সে হিসেবে আশা করছি ৭ম বাংলা ব্লগ দিবস ২০১৫ উপলক্ষে পাওয়া সম্মাননার পাশাপাশি ২০১৬ সালে পা রাখবো আরেকটি বড় পুরস্কার - বিশ্বব্যাপী সবচেয়ে বড় বাংলা কমিউনিটির ৫০ হাজার পাঠক নিয়ে - সত্যিই রোমাঞ্চকর!
শুধু তাই নয়, শুরু থেকেই ব্লগপোস্টের 'মন্তব্য' ঘরে এবং 'টেক সমাধান' নামে আমাদের ফেইসবুক পেইজে মেসেজের মাধ্যমে আমরা পেয়েছি দারুণ সব আইডিয়া এবং বিভিন্ন বিষয়ের উপর কৌতূহলী পাঠকের অনেক অনেক প্রশ্ন! আর, সেসব আইডিয়া অনুসরণে পোস্ট লেখার পাশাপাশি সরাসরি পোস্টের কমেন্ট অপশনসহ ফেইসবুক ইনবক্স-এর মাধ্যমে আমরা এখন পর্যন্ত চেষ্টা করেছি ১৫০টিরও বেশী সমস্যার সমাধান দেয়ার! আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে সামনেও।
সাইবার নিরাপত্তার খুঁটিনাটি প্রতিটি দিক একের পর এক বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন সময় কোনো একক পণ্যের প্রশংসা বা সমালোচনা করায় একদিকে যেমন কেউ কেউ রুষ্ট হয়েছেন, ঠিক তেমনি অনেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আমাদের বিষয় নির্বাচনের, নিত্যনতুন স্টাইলে লেখার কৌশলের বা যে কোনো সমস্যার পার্ফেক্ট সমাধান দেয়ার চেষ্টায়। তাঁদের সবার কাছেই আমরা কৃতজ্ঞ। ভালো-মন্দ যাই হোক, সময় নিয়ে আমাদের পোস্টগুলো পড়েছেন, সেসব নিয়ে ভেবেছেন - এতেই আমরা খুশি। শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন সবাই। জয়তু টেক সমাধান, হ্যাপি ব্লগিং।।
এক নজরে ২০১৫ সালের টেক সমাধানসমূহ:
প্রথম পোস্টঃ ভাইরাস: আপনার শত্রু, হ্যাকারের বন্ধু
দ্বিতীয় পোস্টঃ ভাইরাস কী?
তৃতীয় পোস্টঃ যেভাবে বুঝবেন আপনার কম্পিউটার/স্মার্টফোন ভাইরাসের শিকার
চতুর্থ পোস্টঃ ভাইরাসের রকমফের
পঞ্চম পোস্টঃ ভাইরাসের হাত থেকে বাঁচার উপায়
ষষ্ঠ পোস্টঃ এন্টিভাইরাস কী? ইহা ভাইরাস ‘খায়’ না ‘মারে’??
সপ্তম পোস্টঃ ফ্রি এন্টিভাইরাসঃ ভাইরাস তাড়ায় না, পোষে!
অষ্টম পোস্টঃ ফিশিং – ফেইসবুকে/মেইলে লিংকে ক্লিক করতে সাবধান!
নবম পোস্টঃ পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস: কাজ শুরু করে ফোন ‘বন্ধ’ হলে
দশম পোস্টঃ ‘ভিনদেশী’ এন্টিভাইরাস কীভাবে বুঝবে আপনার প্রয়োজন!
একাদশতম পোস্টঃ তালা-চাবি
দ্বাদশতম পোস্টঃ ‘ভাইরাস ধরলে’ বা ‘হ্যাকড’ হলে যা করবেন...
ত্রয়োদশতম পোস্টঃ ফ্রি ওয়াইফাই – ভাইরাস ছড়ানোর নয়া টেকনিক
চতুর্দশতম পোস্টঃ ২০ লক্ষ আইফোন ভাইরাসাক্রান্ত, থার্ড পার্টি অ্যাপসকে ‘না’ বলুন
পঞ্চদশতম পোস্টঃ আইওএস জেলব্রেকিং: শাদা শার্ট, শাদা প্যান্ট, শাদা জুতা, শাদা মুজা – নায়ক জসিম!
৭ম বাংলা ব্লগ দিবস উপলক্ষে বিশেষ পোস্টঃ সাইবার হুমকিতে বাংলাদেশ, প্রতি ৪টি ফোনের ১টি ভাইরাসাক্রান্ত
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭