আসুন, আমার দেখা কিছু বিখ্যাত ইরানী মুভি সম্পর্কে সাম্মক ধারনা শেয়ার করি। এখানে আমি সমসাময়িক প্রতিভাবান ইরানী পরিচালক এবং তাদের তৈরি আলোচিত ছবিগুলো IMDB রেটিং-সহ সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করেছি। সেই সাথে যথাসম্ভব ছবিগুলোর টরেন্ট লিংকও দেয়ার চেষ্টা করেছি।
শুরুতেই যার নাম উল্লেখ করা প্রয়োজন বলে মনে করি তিনি হচ্ছেন মাজিদ মাজীদীঃ
মাজিদ মাজীদীঃ
১৯৫৯ সালে তেহরানের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এই প্রতিভাবান চলচিত্রকার মঞ্ছাভিনয়ের মাধ্যমে চলচিত্র জগতে হাতেখড়ি। পরবর্তীতে কিছু চলচিত্র-এ অভিনয়ও করেছেন। এরই ধারাবাহিকতায় কিছু স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মাণ করে নজর কাড়তে সক্ষম হন। অভিনয়, চিত্রনাট্য রচনা, পরিচালনা সর্বোপরি চলচিত্র জগতে অনবদ্য ভূমিকার জন্য অর্জন করেন-
• Oecumenical Special Award, 25th Montreal Film Festival, 2001.
• Grand Prix Des Ameriques, 25th Montreal Film Festival, 2001.
• Nominated for Academy Awards for Best Foreign Film, 1998.
• Grand Prix of Americas Best Film, 21st Montreal Festival for World Films, 1999.
সহ আর অনেক দেশি-বিদেশি স্বীকৃতি।
তার বিখ্যাত কতগুলো ছবি হচ্ছে-
Children of Heaven (1997)
IMDB রেটিং-8.2
আলি ও যাহ্রা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্কুল পড়ুয়া এই দুই ভাইবোনের জুতো মাত্র একজোড়া ! দুই শিফটে ভাগাভাগি করে তাইই চালিয়ে নিয়ে যাচ্ছিল ওরা । এরই মাঝে স্কুলের বার্ষিক দৌড় প্রতিজগিতার তৃতীয় পুরস্কার হিসেবে ঘোষিত হয় একজোড়া জুতা, যা কিনা আলীর ভিশন প্রয়োজন। আলি কি পারবে দৌড় প্রতিজগিতার অংশগ্রহন করে ছোটবোনের জন্য জুতোজোড়া ছিনিয়ে আনতে? জানতে হলে দেখুন এই হৃদয়স্পর্শী ছবিটি। আমাদের মধ্যবিত্ত সমাজের ধরা দেয়া- না দেয়া স্বপ্ন গুলোর সাথে অনেক মিল খুজে পাবেন কথা দিচ্ছি।
টরেন্ট লিংক- Click This Link)?tab=summary
The Color of Paradise (1999)
IMDB রেটিং- 7.9
মাতৃহীন অন্ধ বালক মোহাম্মদ তেহরানের দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে একদিন যখন সে বাবা এসে গ্রামের বাড়ি নিয়ে যাবার অপেক্ষায় ঠিক তক্ষনি বাসা থেকে পড়ে যাওয়া একটা পাখীর বাচ্চার ডাক শুনতে পায়। অন্ধ হলেও কোমল হৃদয় মোহাম্মদ ঠিক ঠিক গাছে উঠে বাসায় পৌঁছে দেয় পাখীর বাচ্চাটিকে। গ্রামে এসে দেখতে পায় তার জন্য অধীর অপেক্ষায় তার দাদী ও ছোটবোন। কিন্তু তার বাবা, যে কিনা তার অন্ধ ছেলেকে নিয়ে সদাবিব্রত ও বোঝা মনে করেন তিনি চাইছেন মোহাম্মদকে স্থানীও একটি শহরে ছুতোরের কাজে লাগিয়ে দিয়ে খুব সহসাই বিয়ে করে নতুন জীবন শুরু করতে। দাদীও তার ছেলের সুখের দিকটাই ভাবছেন। কেউ ভাবেনা মোহাম্মদের কথা। অলৌকিক কোন কিছুকি পারে বাবা ও ছেলেকে এক করে দিতে? দেখুন তবে-The Color of Paradise।
টরেন্ট লিংক- Click This Link)?tab=summary
The Song of Sparrows (2008)
IMDB রেটিং- 7.7
করিম তেহরানের অদূরবর্তী একটি অস্ত্রিচ পাখীর খামারের শ্রমিক। সুখেদুঃখে পরিবারের অন্যান্যদের সাথে ছোট্ট একটি কুঁড়েঘরে মোটামুটি দিন কেটে যাচ্ছিল। কিন্তু বিপত্তি দেখা দিল তখনি যখন তাকে একটি অস্ত্রিচ পাখী হারানোর দায় মাথায় নিয়ে চাকরি হারাতে হল। ঘটনাক্রমে মেয়ের কানের শ্রবণ যন্ত্র ঠিক করাতে শহরে এসে ভাগ্য বিড়ম্বনায় বেছে নিতে হল ট্যাক্সি ড্রাইভারের জীবন। নতুন পেশায় এসে ব্যাস্ত শহরে দিনকেদিন করিম কি বদলে যাচ্ছে? হারিয়ে ফেলছে কি তার অতীত দিনের গ্রাম্য ঐতিহ্য ও সততা?
প্রধান অর্জনঃ Best Foreign Language Film in the 81st Academy Awards
টরেন্ট লিংক- Click This Link)?tab=summary
Baran (2001)
IMDB রেটিং- 7.6
রোম্যান্টিক মুভি আর ইরানী সমাজ ব্যাবস্থা এ দুটোকে একসাথে ভাবা যদি কষ্টকর মনে হয় তবে ঝটপট দেখে ফেলুন Baran (2001)। ঘটনা অনেকটা এরকম- লাতিফ একটি ভবন নির্মাণ প্রতিস্থান-এর সাইটে দিন মজুরি করে। শ্রমিকদের খানা পাকানো, চা-সিগ্রেট এনে দেওয়া সর্বোপরি কাজ না থাকলে তাদের সাথে ঝগড়া করাই তার প্রধান কাজ। এমনি একদিন সাইটে উপর থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে ফেলে নাজেফ নামের একজন অবৈধ আফগান শ্রমিক। কিন্তু বশে থাকলে কি নাজেফের পরিবারের দিন চলবে? বদলি হিসেবে হাজির হয় নাজেফের পুত্র রহমত যে আসলে পুরুষের ছদ্মবেশে নাজেফের কন্যা। কেউ না বুঝলেও একদিন ঠিকই ধরা পড়ে যায় লতিফের চোখে। যথাসাধ্য সাহায্যও করে যায় লতিফ। বুঝতে পারে আসলে প্রেমে পড়ে গেছে সে। কিন্তু ওপার সীমান্তের কঠোর রক্ষণশীল আফগান কন্যা কি সাড়া দিয়েছিল?
টরেন্ট লিংক- Click This Link
The Father (1996)
IMDB রেটিং- 7.1
মোটরসাইকেল দুর্ঘটনায় হটাত পিতার মৃত্যুতে মেহেরুল্লাহর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। অগত্যা কি আর করা! পরিবারটা বাঁচাতে শহরে একটা কাজ জুটিয়ে নেয়। কিন্তু ছুটিতে বাড়ি এসে যখন সে জানতে পারে যে তার মা একজন পুলিশ অফিসার-কে বিয়ে করে বসে আছে তখন সৎ-বাবা এবং মায়ের উপর তার ক্রোধ সিমা ছাড়িয়ে যায়। এরই ধারাবাহিকতায় প্রতিশোধপরায়ন মেহেরুল্লাহ একদিন তার সৎ-বাবার পিস্তল চুরি করে শহরে পালিয়ে যায়। পিছু নেয় সৎ-বাবা এবং ধরা পড়ে মেহেরুল্লাহ। যাহোক, বাবা ও ছেলে যখন হোন্ডায় করে মরুময় অঞ্চল দিয়ে গ্রামের উদ্দেশে পাড়ি দিচ্ছিল ঠিক তখনি মরু-মাঝে হোন্ডা বিকল হয়ে যায়। আটকা পরা প্রতিকূল পরিস্থিতিতে ধীরে ধীরে মেহেরুল্লাহ নতুন রূপে আবিষ্কার করা শুরু করে তার সৎ-বাবাকে।
টরেন্ট লিংক- (দুঃখিত সিঁদ-লিস অপর্যাপ্ত তাই দিতে পারছিনা)
আগামীতে এর ধারাবাহিকতায় আরও কয়একজন প্রতিশ্রুতিশীল ইরানী চলচিত্রকার এবং তাদের শ্রেষ্ঠ কর্মগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।
কৃতজ্ঞতা স্বীকারঃ
http://en.wikipedia.org/wiki/
http://www.imdb.com/
“বিখ্যাত ইরানীয়ান পরিচালক এবং তাদের চলচিত্র কর্মগুলো” - (২য় পর্ব ) Click This Link
“বিখ্যাত ইরানীয়ান পরিচালক এবং তাদের চলচিত্র কর্মগুলো” - (৩য় পর্ব )
Click This Link