কোটিপতি বাবার বিলাসবহুল ফ্ল্যাট এ বসে নিজেকে "প্রিন্স" কিংবা "বারবি ডল" ভাবতে ভালোই লাগে।
ভালো লাগে “Off to Bali” লিখে ফেসবুকে চেকইন দিতে..
রাত-বিরেতে প্রাডো হাকিয়ে হাতিরঝিলের হাওয়া, ইলিশ খেতে মাওয়া অথবা "Fish & co" যেতেও ভালো লাগে..
.
এরকম ভালো লাগা নিয়ে বেড়ে ওঠা মানুষগুলো যখন কফি খেতে “Gloria Jeans” এ যেতে চায় তখন পাশের একটা বন্ধু “আমার একটু কাজ আছে, তোরা যা” বলে পাশ কেটে যায়...
.
খুব "অসামাজিক" মনে হয় তাকে ?
.
ভার্সিটি কিংবা অফিস থেকে ট্যুর এ যাচ্ছে সবাই। এই হবে সেই হবে, গ্রান্ড সুলতান কিংবা দুসাই-এর সুইমিং পুলে পা ভিজিয়ে Blue Margarita কিংবা ককটেলে চুমুক হবে- এইসব ভাবতে ভাবতে বন্ধু কিংবা কলিগ'রা যখন ব্যস্ত তখন কেও একজন মন ভোলানো কারণ দেখিয়ে সরে আসে ট্যুর থেকে..
.
তার গায়েও লেগে যায় “অসামাজিক” ট্যাগ...
সবার হৈ-হুল্লোড়ের মাঝ থেকে একজন অসামাজিক মানুষ ধীরে ধীরে অপাংক্তেয় হয়ে যায়। তুমি শুধু মানুষটার পাশ কেটে যাওয়া দেখ, তার মলিন মুখের বোবা ভাষা বুঝতে যাওনা...
.
তুমি যখন গুলশান-ধানমন্ডির North End-এ বসে জুতার কালেকশন নিয়ে বাডি কিংবা বেস্টির সাথে আলাপে মগ্ন ছিলে তখন তোমারই কোন বন্ধু আরেকটা টিউশনির জন্য জুতোর তলা ক্ষয় করে চলেছে...
তোমার মাথায় হ্যাং আউট পার্টির আয়োজন, আর তার মাথায় সেমিস্টার ফি'র বোঝা..
.
ঝুম বৃষ্টিতে গাড়ির ভেতর বসে “Rain on Glass” ক্যাপশনের ছবি তুলে পোষ্ট করতে তোমার আঙ্গুল যখন আইফোনের স্ক্রিন ছুয়ে যায় তখন তোমারই অসামাজিক কোন বন্ধু প্যান্ট গুটিয়ে বৃষ্টির চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করতে করতে লোকাল বাসের পেছনে দৌড়াতে থাকে...
উবার কিংবা পাঠাও এর খরচও তার কাছে বেশি...
.
ওরা অসামাজিক কারণ ওদের দুনিয়াটা তোমার Fairy Tale দুনিয়ার মত নয়। ওদেরও মন আছে , রঙ বে রঙের ইচ্ছেও আছে। পার্থক্য শুধু ওদের ইচ্ছের পাখি গুলোর ডানা বাঁধা, সাধ থাকা সত্ত্বেও উড়তে পারেনা।
ওরা বড় হয় দায়িত্বের বোঝা ঘাড়ে নিয়ে। অনেকগুলো চোখ খুব আশা করে ওদের দিকে তাকিয়ে থাকে।তাই ওরা তোমার মত সামাজিক হতে পারেনা, সবার মাঝে বেঁচে থাকে অসামাজিক বিশেষণ নিয়ে.....
.
“সব অসামাজিক মানুষ গুলোর জন্য স্যালুট...দৌড়াতে থাক পাগলা...শেষ হাসিটা তোরই”
.
.
.
সৌজন্যে : - Tushar Hasan (Kormojibon.com)
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮