জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ব্যাপারে এই ঘটনাটি শুনেছিলাম একজনের কাছ থেকে। এ বিষয়ে কারো কাছে আরোও কিছু তথ্য থাকলে জানাবেন। ঘটনাটি হলো -
নজরুলের জীবনের শেষ দিকে, তিনি মুখে কোন কথা বলতে পারতেন না। সবাই বলতো কবি বোবা হয়ে গেছেন। তিনি কেবল ঠোট নেড়ে বিরবির করে কি যেন বলতে চাইতেন কাউকে। মুখের কাছে কান এনে অনেকেই চেষ্টা করতেন কথা শোনার জন্য কিন্তু কিছুই বোঝা যেতনা যে কবি আসলে কি বলতে চাইছেন। সে সময়ে একমাত্র সরকারী সমপ্রচার মাধ্যম রেডিও বাংলাদেশ (বর্তমানে বাংলাদেশ বেতার) এর কয়েকজন কলা-কুশলী টীম নিয়ে গিয়েছিলেন কবির কথা রেকর্ড করার জন্য। কিন্তু কি রেকর্ড করবেন তারা? কবি তো কোন কথাই বলতে পারছেন না। কেবল ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। রেডিও টীম কবির সেই ফিস ফিস শব্দই রেকর্ড করে আনলেন।
টীম সদস্যদের একজন কবির সেই ফিস ফিস শব্দের রেকর্ড বাসায় নিয়ে আসেন এবং গভীর রাত্র পর্যন্ত মনযোগ দিয়ে শোনার চেষ্টা করতে লাগলেন এবং অবশেষে তিনি শুনতে পেলেন যে, কবি আসলে ফিসফিস করে ”আল্লাহ আল্লাহ” ডাকছেন।
তিনি পরদিনই একজন বুজুর্গ-আল্লাহর ওলীর নিকট গিয়ে ঘটনাটি সম্পর্কে অবহিত করলে সেই বুযুর্গ ব্যক্তি বলেন যে, নজরুল তো একজন আল্লাহর ওলী, তাই সব সময়ই সে আল্লাহর নামে যিকির করছেন।
এই ঘটনার পক্ষে-বিপক্ষে দয়া করে কেই কোন অশোভন মন্তব্য করবেন না। কারো কাছে এর কোন ভিত্তি বা তথ্য থাকলে জানাবেন দয়া করে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫৯