সম্প্রতি NBR বাংলাদেশী ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত রেমিটেন্সের উপর ১০% কর বসিয়েছে, যা সত্যি দুঃখজনক এবং হতাশাজনক। ফলে ব্যাংকের মাধ্যমে যারা টাকা আনছেন
তাদের ক্ষেত্রে ১০% সাথে সাথেই কেটে নেয়া হচ্ছে। সরকার বেকার তরুনদের কর্মসংস্থানের চিন্তা না করে কিভাবে বেশি করে কর নেয়া যায় সেই চিন্তায় ব্যস্ত। কোথায় সরকার উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করবে, তা না
করে তরুনদের নিজেদের প্রচেষ্টাকেই বাধা দিতে ব্যস্ত হয়ে পড়েছে।
52Q.* Deduction of tax* from resident for any income in connection with any
service provided to any foreign person.- Any person, responsible for paying
or crediting to the account of a resident any sum remitted from abroad by
way of service charges or consulting fees or commissions or remunerations or
any other fees called by whatever name for any service rendered or any work
done by a resident person in favour of a foreign person, shall deduct tax at
the rate of* ten percent* of the amount so paid at the time of making such
payment or credit of such payment to the account of the payee.