আলবেনিয়া ইউরোপের একটি রাষ্ট্র। এককেন্দ্রিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত। অফিশিয়াল ভাষা আলবেনিয়ান। মুসলিম প্রায় ৫৯%, আর খ্রিস্টান প্রায় ১৭%, পাশাপাশি অন্যান্য বিশ্বাসের অনুসারী আছেন।
আলবেনিয়ার সংবিধান হতে আমার কিছু পছন্দের অনুচ্ছেদ সম্পর্কে জানাচ্ছি।
সংবিধান অনুযায়ী কোন রাজনৈতিক দল কোন বর্ন, ধর্ম, আঞ্চলিকতাকে উস্কে দেয়, এরূপ আক্রমণাত্মক কাঠামোতে গঠন করার সুযোগ নেই। দলের সব খরচের হিসাব জনসম্মুখে উম্মুক্ত করতে হবে।
কারো যদি কোন ছোঁয়াচে অসুখ থাকে, তাকে আটক করার সুযোগ আছে।
সংবিধান একটা রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন, যা প্রত্যেকের জানা উচিৎ। পর্যায়ক্রমে ইংরেজি বর্নমালার ক্রমানুসারে Afghanistan হতে Zimbabwe প্রতিটা রাষ্ট্রের সংবিধান সম্পর্কে আমি আপনাদের জানাব। পরের পোস্টে আলজেরিয়ার সংবিধান।
তথ্যসূত্রঃ ডুনিলেফরা
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:০৬