লকডাউনের কারণে ২০২০-এর শুরু থেকেই বিশ্বব্যাপী মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। হঠাৎ সকলের দেখার পরিধি সীমাবদ্ধ হয়ে গেছে। জানালা দিয়ে যতটুকু দেখা যায় তাই হয়ে উঠেছে পৃথিবী। এই থিমের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে শর্ট ফিল্ম -'উইন্ডোজ ২০: লকডাউন এডিশন'।
ছবিটির জন্য চিত্রগ্রহণ করেছেন- আমেরিকা, স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক, ইরান, চীন,বেলজিয়াম, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, গ্রীস, নেপাল, সৌদি আরব, চেক রিপাবলিক, লাটভিয়া এবং বাংলাদেশের ৫৯ জন পেশাদার এবং সৌখিন চিত্রগ্রাহক। তারা সবাই করোনাভাইরাসের শিকার হয়ে শীর্ষের দিকে থাকা ২১টি দেশের নাগরিক এবং সবাই লকডাউনের কারণে গৃহবন্দী।
ইউটিউব ভিডিও লিঙ্ক::
https://www.youtube.com/watch?v=a4i0Bcj34Ys
তাঁদের ক্যামেরার ভাষায় ফুটে উঠেছে বাইরের জগৎটাকে দেখার ব্যাকুলতা, অস্থিরতা এবং তাঁদের মানসিক অবস্থার প্রতিচ্ছবি।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ রাত ৮:০৪