১. টীকা বা ঔষধ হচ্ছে স্থায়ী সমাধান। কিন্তু মনে রাখবেন, হেপাটাইটিস বি, চিকেনপক্স, যক্ষ্মা, পোলিও ইত্যাদির টীকা আবিষ্কারে দশকেরও বেশি সময় লেগেছে। এইডস ১৯৮২ তে চিহ্নিত হয় যেটা এই পর্যন্ত বিশ্বব্যাপী আনুমানিক ৩ কোটি ২০ লাখ মানুষের প্রাণ নিয়েছে। আজকে পর্যন্ত এইডসের কোন টীকা নাই।
২. দীর্ঘ সময়ব্যাপী লকডাউন একটি পুরোপুরি অসম্ভব ব্যাপার। এটা ইতিমধ্যে অর্থনীতি ধ্বংস করা শুরু করেছে। এমনকি ধরুন একটানা ৩০ দিন একটি রাষ্ট্রের সবাই কঠোরভাবে লকডাউন মেনে ভাইরাসের বিস্তার বন্ধ করল। কিন্তু পরবর্তীতে অন্যান্য রাষ্ট্র থেকে কেউ আসেন, তিনি যদি জীবাণুর বাহক হন, সেক্ষেত্রে আবার নতুন করে জীবাণু ছড়ান শুরু করবে। তাই লকডাউন উঠিয়ে "সারাজীবনের জন্য মাস্কসহ সামাজিক দূরত্ব" হবে তখন সমাধান।
৩. পরাজিতদের মত ভাগ্যর মুখোমুখি হওয়াই শেষ উপায়। কোন মাস্ক হবে না, কোন গ্লাভস হবে না, কোন প্রটেকশন হবে না। যাই ঘটুক, আমরা ভাগ্যকে বরন করব।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৬