ডাক্তাররা যে গ্লাভস পরেন, তার মূল্য প্রায় ১০ হতে ২০ টাকা। আর আমার হাতে পলিথিনের তৈরি যে গ্লাভস দেখছেন এর প্রতি পিসের মূল্য ৭৫ পয়সা। প্রতি প্যাকেটে ১০০ পিস থাকে। অর্থাৎ ৭৫ টাকা পরবে। যদিও করোনা-র আবির্ভাবের আগে প্রতি পিস ছিল ৫০ পয়সা, আর প্যাকেট ৫০ টাকা।
এটা ওয়ান টাইম ইউজ করা যাবে। যেহেতু বাইরে ঘণ্টায় ঘণ্টায় হাত ধোয়া মুশকিল, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তবে পকেটে এক্সট্রা রাখবেন। হাতেরটা নষ্ট হলে বা দুর্ঘটনায় ছিঁড়ে গেলে বিকল্পটি পকেট থেকে বের করবেন।
শুধু করোনা নয়, ব্যক্তিগত হাইজিন নিশ্চিত করার জন্য-ও ঠিক আছে। বাইরে বিশেষ করে পাবলিক টয়লেট ব্যবহার করার সময় এই গ্লাভস খুব কাজে দিবে। বাসা বাড়ির টয়লেটের মত যে সবাই পাবলিক টয়লেট পরিষ্কার রাখে তা নয়। তাই সব সময়ই এক্সট্রা কিছু মানিব্যাগ বা ভ্যানিটি ব্যাগে রাখুন।
কোথায় পাবেন? মিরপুর ১১ নাম্বারে ব্র্যাক ব্যাংকের পাশের রোড দিয়ে ঢুকে ৪ রাস্তার মোড় অর্থাৎ ভাসানী হোটেলের মোড়ে যেয়ে ডানে চালের আড়তের পাশে প্লাস্টিকের আর পলিথিনের দোকানে আপনি এগুলো পাবেন। ১০০ পিসের একেকটি প্যাকেট। একাধিক কোম্পানি আছে। সবচেয়ে ভাল ZK কোম্পানি
আমি কাস্টমার হিসাবে দুই সেট কিনলাম। আমার বাসা মিরপুরে। আপনি যে এলাকার, সেখানে কোথায় পাওয়া যায়, জানলে কমেন্ট করে অন্যদের জানিয়ে দিন।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৯