জিডিপির ১৭ ভাগ শিক্ষার জন্য খরচ করবেন -এটা স্বপ্ন। কারণ গরীব মিসকিনের অত টাকা নাই। চুরি-চামারির কথা বলতে যাব না।তবে রাষ্ট্রের শিক্ষা জ্ঞানের জন্য নয়।এটা ফলাফলভিত্তিক ও স্কিল ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা। স্কিল কেন তৈরী করবেন ? ফলাফল দেয়ার জন্য, শেষপর্যন্ত রুটি রোজগার দেয়ার জন্য।তাহেলে এ স্কিল কেমনে পাইবেন? স্কিল পাইবার প্রথম শর্তই হল টাকা।টাকা দিয়েই তো টাকা উপাজর্ন করতে হয়।টাকাই তো টাকা হয়,টাকা মেলে। পয়সা বিনিয়োগ করে বড়জোড় ৯৯ পয়সা উপার্জন করতে পারবেন। এক টাকাতো আর উপার্জন করা যাবে না।অনুন্নয়ন খাতে যদি ২০ ভাগ বিনিয়োগ করেন আর শিক্ষার জন্য ১৭ ভাগ করলে ফলাফল পাওয়া যাবে না,গোজাঁমিলের ফলাফল পাওয়া যাবে মাত্র।প্রাথমিক শিক্ষার একাডেমিক ভবন এখনো বেহাল, এক বেঞ্চে গাদাগাদি করে বসে,আধুনিক সুযোগ সুবিধা – যেমন বিদ্যুৎ,পানি,টয়লেট বা স্বাস্থ্য সেবা খুবই অপ্রতুল নেই বললেই চলে।বিজ্ঞান চর্চ্চার জন্য ল্যাবরটোরি, টেকনিক্যাল সার্পোট, লাইব্রেরী বা মনন চর্চ্চার কোন কিছুই নেই।শিক্ষকরা প্রায় ৯৫ ভাগই এসবে আস্থা নাই কেননা নিজেরা জানেন না।প্রশিক্ষণ বা কলক্বজা মেরামতের সুব্যবস্থা নাই।সেইফগার্ড বলতে যা বোঝায় তার দশমিক ভগ্নাংশ আছে মাত্র। এখানে বাজেটের সবচেয়ে বেশি পায়-প্রাইমারী। হাইস্কুলের অবস্থা তো আর বেগতিক।কলেজগুলোর ও একই দশা।নানা রকম মাদ্রাসা ব্যবস্থায় ৩৫ ভাগ ছাত্রছাত্রী আছে তাদের শতকার ৯০ ভাগই আনস্কিল শিক্ষা ব্যবস্থাই পড়ে থাকে।রাষ্ট্রের ইচ্ছে অনুযায়ী তারাতো দক্ষ জনশক্তির বদলে অদক্ষ খরচের একটা খাত তৈরির মত অবস্থা হয়ে গেছে।সারা বিশ্বে যে বৈষয়িক মানদন্ডে এদেশের কোন অবস্থান ও তো নেই।তার মানে ফলাফল ভিত্তিক যে শিক্ষাব্যবস্থা তাতে ও কোন লাভ হচ্ছে না।কোন জায়গায় জগদ্দল পাথরের মত আটকে আছে এটা কেউ বের করছে না।ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার হয়ে গেছে।একটা শ্রেণী মনে করছে এত ভেজালে যাওয়ার দরকার নেই ।আমার থাকলে আমার মত বিনিয়োগ করে আমার স্কিল আমি তৈরি করে নেব।সামষ্টিক আর ব্যক্তিগত বিষয় তো এক নয়। বছর বছর জিডিপি বাড়ছে। শিক্ষার হার বাড়ছে। ফলাফল উঁচুর দিকে উঠছে…. সব যেন উধ্বর্মুখী। এটা একটা ছবি।আসলে সবই পতনমুখী।শিক্ষার চেয়ে বড় বিনিয়োগ পৃথিবীতে আর কিছু নাই।আর বৈষম্য দূর করতে সবাইকে এক কাতারে আনতে হবে।নইলে রাষ্ট্রের উদ্দেশ্য ও ব্যর্থ হবে।সংবিধান,জনগণের অধিকার এসব হাবিজাবি কথা আর বলতে চায় না।প্রকৃত শিক্ষার আশা ছেড়ে দিয়েও বাণিজ্যিক শিক্ষাটা ও যদি বাড়ে তাতে মন্দ কি! কিন্তু হচ্ছেটা কোথায় ??? কোন স্পেস দেখতে পাচ্ছি না !!!!
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৬